জীবনধারা ডেস্ক
ঢাকা: রবীন্দ্রনাথের সৃজনশীলতার নানা রূপ আমরা দেখেছি। গল্প, কবিতা, গান, নাটক কোথাও তিনি তাঁর অনুপস্থিতি রাখেননি। তবে এত কিছু করেও মন ভরেনি। ১৯২৮ সালে যখন তাঁর বয়স ৬৩ বছর, তখন ছবি আঁকতে শুরু করেন কবি। ঠিক এ সময়টায় তিনি নতুন করে খুঁজতে শুরু করেন শিল্পের কোন মাধ্যমে অনুভূতি প্রকাশও করা যায়, আবার সিন্দুকের মতো জমিয়েও রাখা যায়।
অবশ্য ছবি আঁকার ব্যাপারটা তাঁকে ছেলেবেলা থেকেই আকৃষ্ট করত। বড়ভাই জ্যোতিরিন্দ্রনাথকে ছবি আঁকতে দেখতেন যখন, তখন থেকেই ছবি আঁকার প্রতি তাঁর ভালোবাসা জন্মাতে থাকে। পরে তাঁর ভাতিজা অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ যখন চিত্রকলায় তাঁদের প্রতিভা আবিষ্কার করেছিলেন, তখন কবিই তাঁদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ভারতীয় শিল্পে যে বঙ্গ আন্দোলনের কথা আমরা শুনে থাকি, তার পেছনেও ছিল রবীন্দ্রনাথের একনিষ্ঠ প্ররোচনা! তবে এ সময়টায় তিনি নিজে রং-তুলি হাতে না নিলেও তাঁর লেখার চারধার ঘেঁষে আঁকিবুকি করে যেতেন। তাঁর পাণ্ডুলিপিগুলোতে পাওয়া যায় লেখার মাঝখান ফুঁড়ে বেড়ে ওঠা লতানো গাছের ছবি।
ধীরে ধীরে তাঁর আঁকা ছবিগুলো পাণ্ডুলিপি থেকে স্বাধীনতা পেত শুরু করে। ছবি আঁকার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হতো না তাঁর। যখনই মস্তিস্কে খেলে যেত কোনো দৃশ্য, বসে পড়তেন কাগজ আর রং-তুলি নিয়ে। যখন আঁকতেন, প্রতিটি ছবিই এক শেষ করতেন। জীবনের শেষ ১৭ বছরে প্রায় ২ হাজার ৫০০ চিত্রকর্ম করেছেন তিনি। এসব চিত্রকর্মের বেশির ভাগই রয়েছে ভারতে। দিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ অনেক ছবির মালিকানা বিদেশি বেসরকারি সংরক্ষণকারী ও জাদুঘরগুলোর।
রবীন্দ্রনাথ—নয়জন সেরা ভারতীয় শিল্পী, যাঁদের নবরত্ন বলা হয়—তাঁদের মধ্যে অন্যতম। পাণ্ডলিপির ফাঁকে ফাঁকে তার আঁকিবুকিগুলো স্বাধীন পেইন্টিং ও স্কেচে রূপান্তরিত হয়ে চারটি ভাগে ভাগ হয়ে যায়। প্রাণী (কল্পনা ও বাস্তব), ল্যান্ডস্কেপ, নাটকীয় দৃশ্য ও মুখশ্রী। ছবি আঁকার পথে যখন তিনি হাঁটতে শুরু করেন, তখন যেসব ছবি এঁকেছিলেন সেখানে তাঁর কল্পনাপ্রসূত প্রাণীগুলোকে খুঁজে পাওয়া যায়। এমন একটি পাখি যার অস্তিত্ব আছে কেবল কবির কল্পনাতেই।
রবীন্দ্রনাথ যে প্রকৃতি ভালোবাসতেন তা বলার অপেক্ষা রাখে না। ল্যান্ডস্কেপের ছবিগুলোয় খুঁজে পাওয়া যায় তার প্রকৃতির প্রতি গভীর দর্শন। খুঁজে পাওয়া যায় তাঁর ছেলেবেলা ও পারিবারিক খেতখামারে কাটানো সময়কে। আরও পাওয়া যায়, শেষ বিকেলের আলোয় মাখা বিস্তৃত আকাশের ছবি।
রবীন্দ্রনাথের আঁকা ড্রামাটিক কিছু ছবি রয়েছে যেগুলোর অনুপ্রেরণা তিনি নিয়েছিলেন নাটকের মঞ্চ খেকে। আশ্চর্যজনকভাবে, শিল্পের সঙ্গে রবীন্দ্রনাথের প্রেমের সম্পর্ক রংতুলিতে গিয়েই থামেনি। তিনি ভারতীয় শিল্পকে পরিবর্তিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পাশ্চাত্য প্রশিক্ষণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নান্দনিকতা এবং সংবেদনশীলতাকে শক্ত করে তুলতে তিনি পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করেন।
সূত্র: বিশ্বভারতী ও লাইভ হিস্টোরি ইন্ডিয়া
ঢাকা: রবীন্দ্রনাথের সৃজনশীলতার নানা রূপ আমরা দেখেছি। গল্প, কবিতা, গান, নাটক কোথাও তিনি তাঁর অনুপস্থিতি রাখেননি। তবে এত কিছু করেও মন ভরেনি। ১৯২৮ সালে যখন তাঁর বয়স ৬৩ বছর, তখন ছবি আঁকতে শুরু করেন কবি। ঠিক এ সময়টায় তিনি নতুন করে খুঁজতে শুরু করেন শিল্পের কোন মাধ্যমে অনুভূতি প্রকাশও করা যায়, আবার সিন্দুকের মতো জমিয়েও রাখা যায়।
অবশ্য ছবি আঁকার ব্যাপারটা তাঁকে ছেলেবেলা থেকেই আকৃষ্ট করত। বড়ভাই জ্যোতিরিন্দ্রনাথকে ছবি আঁকতে দেখতেন যখন, তখন থেকেই ছবি আঁকার প্রতি তাঁর ভালোবাসা জন্মাতে থাকে। পরে তাঁর ভাতিজা অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ যখন চিত্রকলায় তাঁদের প্রতিভা আবিষ্কার করেছিলেন, তখন কবিই তাঁদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ভারতীয় শিল্পে যে বঙ্গ আন্দোলনের কথা আমরা শুনে থাকি, তার পেছনেও ছিল রবীন্দ্রনাথের একনিষ্ঠ প্ররোচনা! তবে এ সময়টায় তিনি নিজে রং-তুলি হাতে না নিলেও তাঁর লেখার চারধার ঘেঁষে আঁকিবুকি করে যেতেন। তাঁর পাণ্ডুলিপিগুলোতে পাওয়া যায় লেখার মাঝখান ফুঁড়ে বেড়ে ওঠা লতানো গাছের ছবি।
ধীরে ধীরে তাঁর আঁকা ছবিগুলো পাণ্ডুলিপি থেকে স্বাধীনতা পেত শুরু করে। ছবি আঁকার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হতো না তাঁর। যখনই মস্তিস্কে খেলে যেত কোনো দৃশ্য, বসে পড়তেন কাগজ আর রং-তুলি নিয়ে। যখন আঁকতেন, প্রতিটি ছবিই এক শেষ করতেন। জীবনের শেষ ১৭ বছরে প্রায় ২ হাজার ৫০০ চিত্রকর্ম করেছেন তিনি। এসব চিত্রকর্মের বেশির ভাগই রয়েছে ভারতে। দিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ অনেক ছবির মালিকানা বিদেশি বেসরকারি সংরক্ষণকারী ও জাদুঘরগুলোর।
রবীন্দ্রনাথ—নয়জন সেরা ভারতীয় শিল্পী, যাঁদের নবরত্ন বলা হয়—তাঁদের মধ্যে অন্যতম। পাণ্ডলিপির ফাঁকে ফাঁকে তার আঁকিবুকিগুলো স্বাধীন পেইন্টিং ও স্কেচে রূপান্তরিত হয়ে চারটি ভাগে ভাগ হয়ে যায়। প্রাণী (কল্পনা ও বাস্তব), ল্যান্ডস্কেপ, নাটকীয় দৃশ্য ও মুখশ্রী। ছবি আঁকার পথে যখন তিনি হাঁটতে শুরু করেন, তখন যেসব ছবি এঁকেছিলেন সেখানে তাঁর কল্পনাপ্রসূত প্রাণীগুলোকে খুঁজে পাওয়া যায়। এমন একটি পাখি যার অস্তিত্ব আছে কেবল কবির কল্পনাতেই।
রবীন্দ্রনাথ যে প্রকৃতি ভালোবাসতেন তা বলার অপেক্ষা রাখে না। ল্যান্ডস্কেপের ছবিগুলোয় খুঁজে পাওয়া যায় তার প্রকৃতির প্রতি গভীর দর্শন। খুঁজে পাওয়া যায় তাঁর ছেলেবেলা ও পারিবারিক খেতখামারে কাটানো সময়কে। আরও পাওয়া যায়, শেষ বিকেলের আলোয় মাখা বিস্তৃত আকাশের ছবি।
রবীন্দ্রনাথের আঁকা ড্রামাটিক কিছু ছবি রয়েছে যেগুলোর অনুপ্রেরণা তিনি নিয়েছিলেন নাটকের মঞ্চ খেকে। আশ্চর্যজনকভাবে, শিল্পের সঙ্গে রবীন্দ্রনাথের প্রেমের সম্পর্ক রংতুলিতে গিয়েই থামেনি। তিনি ভারতীয় শিল্পকে পরিবর্তিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পাশ্চাত্য প্রশিক্ষণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নান্দনিকতা এবং সংবেদনশীলতাকে শক্ত করে তুলতে তিনি পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করেন।
সূত্র: বিশ্বভারতী ও লাইভ হিস্টোরি ইন্ডিয়া
মা-বাবা বা লালন-পালনকারীর প্রতিক্রিয়া দেখে শিশুদের ভয় বা নিরাপত্তাবোধ গড়ে ওঠে। কোনো ব্যক্তি যদি সাপ দেখে আতঙ্কগ্রস্ত হয়, তাহলে শিশু সেই ব্যক্তির প্রতিক্রিয়া দেখেই বস্তুটিকে ভীতিকর কিছু হিসেবে শনাক্ত করতে শেখে। তবে পাশের কেউ নেতিবাচক প্রতিক্রিয়া না দেখালে শিশুরা সাধারণত সাপকে কৌতূহলসহকারে পর্যবেক্ষ
৭ ঘণ্টা আগেরবিঠাকুরের মেজ বউদি জ্ঞানদানন্দিনী দেবীর ‘পুরাতনী’ নামের বই থেকে জানা যায়, তাঁর শাশুড়ি সারদা দেবী নাকি নিজে বসে থেকে কাজের মেয়েদের দিয়ে পুত্রবধূদের গায়ে বিভিন্ন ধরনের উপটান মাখাতেন। বোঝাই যাচ্ছে, ঠাকুরবাড়িতে রূপচর্চার গুরুত্ব ছিল। শুধু বাড়ির মেয়ে–বউয়েরা কেন, বাড়ির ছেলেরাও ত্বক ও চুলের যত্ন নিতেন খুব
২ দিন আগেঢাকা থেকে বন্ধুরা বলে দিয়েছিল, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বললেই যেকোনো ট্যাক্সিওয়ালা চোখ বুজে নিয়ে যাবেন রবীন্দ্রনাথের বাড়ি। কলকাতায় এসে বুঝলাম, চোখ বুজে ঠাকুরবাড়ি যাওয়ার দিন শেষ। দু-তিনজন ক্যাবচালক ‘ঠিকানা জানি না’ বলে জানালেন। কলকাতার ট্যাক্সিচালকেরা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি খুব একটা চেনেন না।
২ দিন আগেনেপাল সরকার এভারেস্ট অভিযানে অংশ নেওয়ার জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী, এখন থেকে মাউন্ট এভারেস্টে উঠতে হলে অবশ্যই আগে নেপালের অন্তত একটি ৭ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত জয় করার প্রমাণ দিতে হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো এভারেস্টে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ...
২ দিন আগে