Ajker Patrika

রবীন্দ্রনাথকে কালো বলে বিপাকে ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী

কলকাতা প্রতিনিধি
রবীন্দ্রনাথকে কালো বলে বিপাকে ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কালো ছিলেন! তাই তাঁকে ছোটবেলায় বর্ণবৈষম্যের শিকার হতে হয় ঠাকুরবাড়িতেই। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি নেতা ডা. সুভাষ সরকার।

গতকাল বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনে সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা'।

সেখানে তিনি নিজের রবীন্দ্রনাথ সম্পর্কিত জ্ঞান বোঝাতে মন্তব্য করেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সকলের চেহারা যদি দেখা যায়, দেখা যাবে সকলের গায়ের রং ধবধবে ফরসা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রংও সত্যিকারের ফরসা ছিল।

একই সঙ্গে ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, 'ফরসা সাধারণত দুই প্রকারের হয়। টকটকে হলুদ আর ফরসার  মধ্যে লাল ভাব। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের দ্বিতীয় প্রকারের। তাঁর মা এবং বাড়ির অনেকেই রবীন্দ্রনাথ কালো বলে তাঁকে কোলে নিতেন না। 

ডা. সুভাষ সরকারের এই মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। তিনি এই তথ্য কোথা থেকে পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রবীন্দ্র বিশেষজ্ঞরা। তৃণমূলের তরফে ইতিমধ্যেই রবীন্দ্রনাথকে অবমাননার অভিযোগে কালো পতাকা দেখানো হয় মন্ত্রীকে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতে,বিজেপি চিরকালই পাগলের দল! কী বলে, কী না বলে ওরা নিজেরাই জানেন না! রবীন্দ্রনাথের গায়ের রং নিয়েও উল্টোপাল্টা বকছে, গুরুত্ব দেওয়ার কিছু নেই।

রবীন্দ্র বিশেষজ্ঞ উষারঞ্জন ভট্টাচার্য জানান, তিনি কোথাও এমন তথ্য পাননি। যদি কোনো তথ্য-প্রমাণ থাকে তবে সেটাও সামনে আনা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তবে এত বিতর্কের পরও নিজের অবস্থানে অটল সুভাষ সরকার। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রবীন্দ্রনাথকে অসম্মান জানাতে নয়, বরং তাঁর প্রতি শ্রদ্ধা জানানোই ছিল আমার উদ্দেশ্য। এখন ভুল ব্যাখ্যা হচ্ছে আমার মন্তব্যের'।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত