ওপেনএআইয়ের কর্মীদের বাগাতে ১০ কোটি ডলার অফার করেছিল মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় প্রতিযোগিতা তুঙ্গে। বিশেষত ওপেনএআই, গুগল ডিপমাইন্ড ও মেটা—এই তিন প্রযুক্তি জায়ান্ট এখন সুপার ইন্টেলিজেনস ঘিরে প্রতিযোগিতায় লিপ্ত। তবে সাম্প্রতিক এক পডকাস্টে ওপেনএআইয়ের প্রধান সাম অল্টম্যান দাবি করেছেন, ১০ কোটি ডলারের প্রস্তাব দিয়েও মেটা তাঁর প্রতিষ্ঠানের...