Ajker Patrika

ফেসবুকে আলাদা ভিডিও থাকছে না, সবই রিলস

আজকের পত্রিকা ডেস্ক­
ফেসবুকে এখনো সব ধরনের ভিডিওর প্রকাশ করা যাবে। ছবি: দ্য ভার্জ
ফেসবুকে এখনো সব ধরনের ভিডিওর প্রকাশ করা যাবে। ছবি: দ্য ভার্জ

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও শেয়ারের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এখন থেকে ফেসবুকে পোস্ট কম্পোজার থেকে ভিডিও শেয়ার করলে তা সরাসরি রিল হিসেবে প্রকাশিত হবে।

মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, বর্তমানে ফেসবুকের ভিডিওগুলো দুটি ভিন্ন ফরম্যাট—ভিডিও বা রিল হিসেবে শেয়ার করা যায়। তবে আগামী কয়েক মাসে এই পরিবর্তন ধাপে ধাপে সারা বিশ্বে প্রোফাইল ও পেজে চালু করা হবে।

মেটা বলছে, ‘ফেসবুকে এখনো সব ধরনের ভিডিওর প্রকাশ করা যাবে—ছোট, বড় কিংবা লাইভ ভিডিও। এই পরিবর্তনের মাধ্যমে আমরা রিল তৈরি, শেয়ার ও আবিষ্কার করাকে আরও সহজ করতে চাই।’

এছাড়াও, ফেসবুক রিলে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল, সেটি তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে ব্যবহারকারীরা আরও দীর্ঘ ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন।

মেটা আরও জানিয়েছে, ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে ‘রিলস’ রাখা হবে। তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয়, তাতে কোনো পরিবর্তন আসবে না। কোম্পানিটি জানায়, ‘আমরা এখনো ভিডিওর বিভিন্ন বিষয় ও দৈর্ঘ্যকে গুরুত্ব দেই এবং এই আপডেট ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী ভিডিও সুপারিশে প্রভাব ফেলবে না।’

এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সাম্প্রতিক মন্তব্যের প্রতিফলন দেখা যায়। তিনি বলেন, ‘ফেসবুককে আগের চেয়ে অনেক বেশি ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করতে চান এবং আগের সেই ‘ক্লাসিক’ ফেসবুকে ফিরে যেতে চান।

গত বছরই মেটা ফেসবুকে মোবাইলের জন্য একটি নতুন ফুল-স্ক্রিন ভিডিও প্লেয়ার চালু করেছিল। অন্যদিকে, ইনস্টাগ্রামেও রিলসকে গুরুত্ব দিয়ে উন্নয়ন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জানুয়ারি থেকে ইনস্টাগ্রামে রিলসের দৈর্ঘ্য তিন মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর পক্ষে স্বাক্ষর করবেন যাঁরা

বাটা শুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি হলেন ফারিয়া ইয়াসমিন

ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ’, সবগুলোর ডিক্লারেশন বাতিল

চীনের পর ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণের মহাপরিকল্পনা ভারতের, বাংলাদেশের বিপদ

সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত বাড়ালেন ব্যবসায়ীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত