ফ্যাক্টচেক ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
দুই মিনিট দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, রাতের বেলা সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরিহিত ব্যক্তিরা পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র বের করছে। পরবর্তীতে একটি ঘরের ভেতরে বিভিন্ন আসবাবপত্রে তল্লাশি চালিয়ে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ভিডিওটিতে দেশের একটি বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যমের লোগো রয়েছে।
ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজ বুধবার (১৮ জুন) সকাল ৮টায় পোস্ট করা হয়েছে। এর ক্যাপশনে লিখেছে, ‘কুমিল্লার #সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে দেশি বিদেশী #অস্ত্র, #গুল্লি উদ্ধার করছে সেনবাহিনী।’ (বানান অপরিবর্তিত)
তবে ‘চেতনা নিউজ’ নামের ফেসবুক পেজ থেকে সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ১২ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘কুমিল্লার সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করছে সেনবাহিনী।’ (বানান অপরিবর্তিত)
আজ বুধবার (১৮ জুন) বেলা ১২টা পর্যন্ত ভিডিওটি ৪ লাখ ৬০ হাজার বার দেখা হয়েছে এবং ৬ হাজার ১০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৫২৩টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৫ হাজ্র ৩০০ বার।
Parimol Chakrobrtty নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং ʙᴀɴɢʟᴀᴅᴇsʜ ɴᴇᴡs নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টিভির লোগো রয়েছে। এর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটি গত ১৬ জুনে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সেনা সদস্য ও র্যাবের উপস্থিতি, অস্ত্র উদ্ধারের দৃশ্য এবং ঘরের আসবাবপত্রের দৃশ্যের মিল রয়েছে।
ভিডিওর শিরোনামে লেখা, ‘কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী শিমুলের বাসায় যৌথবাহিনীর অভিযান।’
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টিফরের ওয়েবসাইটে গত ১৬ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ জুন রাতে কুমিল্লার কার্তিকপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ আবু ওবায়েদ শিমুল (৩৩) নামে এক যুবককে আটক করে যৌথ বাহিনী। তিনি একই গ্রামের প্রয়াত আব্দুল ওহাবের ছেলে। অভিযানে, শিমুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি হাতবোমা ও দুটি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর বিবৃতি জানায়, আটক শিমুল কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের অবৈধ অস্ত্র সরবরাহকারী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করতেন।
একই তথ্য জাতীয় দৈনিক ইত্তেফাক, কালবেলা ও বণিক বার্তাসহ আরও বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়। তবে গ্রেপ্তার হওয়া আবু ওবায়েদ শিমুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সমন্বয়ক ছিলেন—এমন তথ্য এসব প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায়নি।
আবু ওবায়েদ শিমুল কুমিল্লার সমন্বয়ক কিনা তা জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়া উদ্দীন রুবেলের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারও বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়নি। আবু ওবায়েদ শিমুল নামে কুমিল্লায় কোনো সমন্বয়ক নেই।‘
সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করেছেন— এই দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গত ১৫ জুন রাতে কুমিল্লার কার্তিকপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আবু ওবায়েদ শিমুলকে আটক করে যৌথ বাহিনী। আটক শিমুল কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের অবৈধ অস্ত্র সরবরাহকারী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করতেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
দুই মিনিট দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, রাতের বেলা সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরিহিত ব্যক্তিরা পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র বের করছে। পরবর্তীতে একটি ঘরের ভেতরে বিভিন্ন আসবাবপত্রে তল্লাশি চালিয়ে আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ভিডিওটিতে দেশের একটি বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যমের লোগো রয়েছে।
ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজ বুধবার (১৮ জুন) সকাল ৮টায় পোস্ট করা হয়েছে। এর ক্যাপশনে লিখেছে, ‘কুমিল্লার #সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে দেশি বিদেশী #অস্ত্র, #গুল্লি উদ্ধার করছে সেনবাহিনী।’ (বানান অপরিবর্তিত)
তবে ‘চেতনা নিউজ’ নামের ফেসবুক পেজ থেকে সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ১২ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘কুমিল্লার সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করছে সেনবাহিনী।’ (বানান অপরিবর্তিত)
আজ বুধবার (১৮ জুন) বেলা ১২টা পর্যন্ত ভিডিওটি ৪ লাখ ৬০ হাজার বার দেখা হয়েছে এবং ৬ হাজার ১০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৫২৩টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৫ হাজ্র ৩০০ বার।
Parimol Chakrobrtty নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং ʙᴀɴɢʟᴀᴅᴇsʜ ɴᴇᴡs নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টিভির লোগো রয়েছে। এর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওটি গত ১৬ জুনে প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সেনা সদস্য ও র্যাবের উপস্থিতি, অস্ত্র উদ্ধারের দৃশ্য এবং ঘরের আসবাবপত্রের দৃশ্যের মিল রয়েছে।
ভিডিওর শিরোনামে লেখা, ‘কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী শিমুলের বাসায় যৌথবাহিনীর অভিযান।’
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টিফরের ওয়েবসাইটে গত ১৬ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ জুন রাতে কুমিল্লার কার্তিকপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ আবু ওবায়েদ শিমুল (৩৩) নামে এক যুবককে আটক করে যৌথ বাহিনী। তিনি একই গ্রামের প্রয়াত আব্দুল ওহাবের ছেলে। অভিযানে, শিমুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি হাতবোমা ও দুটি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর বিবৃতি জানায়, আটক শিমুল কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের অবৈধ অস্ত্র সরবরাহকারী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করতেন।
একই তথ্য জাতীয় দৈনিক ইত্তেফাক, কালবেলা ও বণিক বার্তাসহ আরও বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়। তবে গ্রেপ্তার হওয়া আবু ওবায়েদ শিমুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সমন্বয়ক ছিলেন—এমন তথ্য এসব প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায়নি।
আবু ওবায়েদ শিমুল কুমিল্লার সমন্বয়ক কিনা তা জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়া উদ্দীন রুবেলের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারও বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়নি। আবু ওবায়েদ শিমুল নামে কুমিল্লায় কোনো সমন্বয়ক নেই।‘
সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সমন্বয়ক শিমুলের বাড়ি থেকে সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করেছেন— এই দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গত ১৫ জুন রাতে কুমিল্লার কার্তিকপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আবু ওবায়েদ শিমুলকে আটক করে যৌথ বাহিনী। আটক শিমুল কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের অবৈধ অস্ত্র সরবরাহকারী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করতেন।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
২২ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫