অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় প্রতিযোগিতা তুঙ্গে। বিশেষত ওপেনএআই, গুগল ডিপমাইন্ড ও মেটা—এই তিন প্রযুক্তি জায়ান্ট এখন সুপার ইন্টেলিজেনস ঘিরে প্রতিযোগিতায় লিপ্ত। তবে সাম্প্রতিক এক পডকাস্টে ওপেনএআইয়ের প্রধান সাম অল্টম্যান দাবি করেছেন, ১০ কোটি ডলারের প্রস্তাব দিয়েও মেটা তাঁর প্রতিষ্ঠানের সেরা কর্মীদের দলে টানতে ব্যর্থ হয়েছে।
পডকাস্টে অল্টম্যান বলেন, ‘মেটা আমাদের দলের অনেকের কাছে বিশাল অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে। এমনকি বছরে ১০ কোটি ডলারের বেশি পারিশ্রমিকও অফার করেছে। তবে আমি খুব খুশি যে এখন পর্যন্ত আমাদের সেরা কেউই সেই প্রস্তাবে রাজি হননি।’
পডকাস্টে অল্টম্যান আরও বলেন, ওপেনএআইয়ের কর্মীরা বিশ্বাস করেন যে ওপেনএআই-ই জিআই (আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স) অর্জনের সবচেয়ে সম্ভাবনাময় সংস্থা। তিনি আরও বলেন, শুধু টাকার বিনিময়ে প্রতিভা কেনার চেষ্টা করলে দীর্ঘ মেয়াদে ভালো সংস্কৃতি তৈরি হয় না।
অল্টম্যানের দাবি অনুযায়ী, মেটা ওপেনএআইয়ের একজন প্রধান গবেষক নোয়াম ব্রাউন ও গুগলের এআই রূপকার কোরায় কাভুকচুগলুকে দলে নিতে চেয়েছিল। তবে সে চেষ্টাও ব্যর্থ হয়।
এআই নিয়ে মেটার বর্তমান অগ্রগতিকে হতাশাজনক উল্লেখ করে অল্টম্যান বলেন, তাদের চেষ্টাগুলো খুব একটা সফল হয়নি। ওরা উদ্ভাবনের দিক থেকে খুব একটা এগিয়ে নেই।
এদিকে মেটা সম্প্রতি স্কেল এআইয়ের সাবেক সিইও আলেক্সান্ডার ওয়াংয়ের নেতৃত্বে একটি নতুন সুপার ইন্টেলিজেনস টিম গঠন করেছে এবং তাঁর পুরোনো সংস্থায় বড় অঙ্কের বিনিয়োগ করেছে। গুগল ডিপমাইন্ডের জ্যাক রেই ও সেসেম এআইয়ের জোহান শালকউইকসহ কিছু নামকরা গবেষক ইতিমধ্যে মেটায় যোগ দিয়েছেন।
তবে মেটার এই নতুন টিম গড়ার লড়াই কঠিন হবে। কারণ, ওপেনএআই, গুগল ডিপমাইন্ড এবং অ্যানথ্রপিকও নিজেদের এআই প্রকল্প নিয়ে দারুণ গতিতে এগোচ্ছে। সামনের মাসগুলোতে ওপেনএআই এমন একটি ওপেন মডেল উন্মুক্ত করতে পারে, যা এআই দৌড়ে মেটাকে আরও পিছিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
পডকাস্টে অল্টম্যান আরও বলেন, ওপেনএআই এআই-ভিত্তিক এক নতুন ধরনের সোশ্যাল মিডিয়া ফিড তৈরির কথা ভাবছে, যেখানে বর্তমান অ্যালগরিদমিক পদ্ধতির বাইরে গিয়ে।
ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কনটেন্ট সাজানো হবে। মেটা ইতিমধ্যে তার ‘মেটা এআই’ অ্যাপের মাধ্যমে এআই-ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং সেবা চালু করেছে। তবে এটি এখন খুব একটা জনপ্রিয়তা পায়নি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় প্রতিযোগিতা তুঙ্গে। বিশেষত ওপেনএআই, গুগল ডিপমাইন্ড ও মেটা—এই তিন প্রযুক্তি জায়ান্ট এখন সুপার ইন্টেলিজেনস ঘিরে প্রতিযোগিতায় লিপ্ত। তবে সাম্প্রতিক এক পডকাস্টে ওপেনএআইয়ের প্রধান সাম অল্টম্যান দাবি করেছেন, ১০ কোটি ডলারের প্রস্তাব দিয়েও মেটা তাঁর প্রতিষ্ঠানের সেরা কর্মীদের দলে টানতে ব্যর্থ হয়েছে।
পডকাস্টে অল্টম্যান বলেন, ‘মেটা আমাদের দলের অনেকের কাছে বিশাল অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে। এমনকি বছরে ১০ কোটি ডলারের বেশি পারিশ্রমিকও অফার করেছে। তবে আমি খুব খুশি যে এখন পর্যন্ত আমাদের সেরা কেউই সেই প্রস্তাবে রাজি হননি।’
পডকাস্টে অল্টম্যান আরও বলেন, ওপেনএআইয়ের কর্মীরা বিশ্বাস করেন যে ওপেনএআই-ই জিআই (আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স) অর্জনের সবচেয়ে সম্ভাবনাময় সংস্থা। তিনি আরও বলেন, শুধু টাকার বিনিময়ে প্রতিভা কেনার চেষ্টা করলে দীর্ঘ মেয়াদে ভালো সংস্কৃতি তৈরি হয় না।
অল্টম্যানের দাবি অনুযায়ী, মেটা ওপেনএআইয়ের একজন প্রধান গবেষক নোয়াম ব্রাউন ও গুগলের এআই রূপকার কোরায় কাভুকচুগলুকে দলে নিতে চেয়েছিল। তবে সে চেষ্টাও ব্যর্থ হয়।
এআই নিয়ে মেটার বর্তমান অগ্রগতিকে হতাশাজনক উল্লেখ করে অল্টম্যান বলেন, তাদের চেষ্টাগুলো খুব একটা সফল হয়নি। ওরা উদ্ভাবনের দিক থেকে খুব একটা এগিয়ে নেই।
এদিকে মেটা সম্প্রতি স্কেল এআইয়ের সাবেক সিইও আলেক্সান্ডার ওয়াংয়ের নেতৃত্বে একটি নতুন সুপার ইন্টেলিজেনস টিম গঠন করেছে এবং তাঁর পুরোনো সংস্থায় বড় অঙ্কের বিনিয়োগ করেছে। গুগল ডিপমাইন্ডের জ্যাক রেই ও সেসেম এআইয়ের জোহান শালকউইকসহ কিছু নামকরা গবেষক ইতিমধ্যে মেটায় যোগ দিয়েছেন।
তবে মেটার এই নতুন টিম গড়ার লড়াই কঠিন হবে। কারণ, ওপেনএআই, গুগল ডিপমাইন্ড এবং অ্যানথ্রপিকও নিজেদের এআই প্রকল্প নিয়ে দারুণ গতিতে এগোচ্ছে। সামনের মাসগুলোতে ওপেনএআই এমন একটি ওপেন মডেল উন্মুক্ত করতে পারে, যা এআই দৌড়ে মেটাকে আরও পিছিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
পডকাস্টে অল্টম্যান আরও বলেন, ওপেনএআই এআই-ভিত্তিক এক নতুন ধরনের সোশ্যাল মিডিয়া ফিড তৈরির কথা ভাবছে, যেখানে বর্তমান অ্যালগরিদমিক পদ্ধতির বাইরে গিয়ে।
ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কনটেন্ট সাজানো হবে। মেটা ইতিমধ্যে তার ‘মেটা এআই’ অ্যাপের মাধ্যমে এআই-ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং সেবা চালু করেছে। তবে এটি এখন খুব একটা জনপ্রিয়তা পায়নি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে