আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এবার খেলোয়াড় ও স্পোর্টসপ্রেমীদের জন্য বাজারে আনছে নতুন প্রজন্মের পারফরম্যান্স এআই চশমা। জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে মেটা। খেলার সময় বিভিন্ন মুহূর্ত ধারণ করবে ‘ওকলে মেটা এইচএসটিএন’ নামে এই স্মার্ট গ্লাস। পরে এসব ধারণকৃত ভিডিও অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
স্মার্ট চশমা উন্মোচনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে মেটা। যেখানে অংশ নিচ্ছেন ফিফা বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে ও আমেরিকান ফুটবলের এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস।
ওকলে মেটা এইচএসটিএন স্মার্ট গ্লাস ওকলের জনপ্রিয় এসটিএন ফ্রেমের অনুপ্রেরণায় তৈরি। এতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি থাকছে নানা ধরনের স্মার্ট ফিচার, যা পারফরম্যান্স ও ব্যাবহারিক সুবিধা বাড়াবে বহুগুণে।
চশমাটির মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা, যা ৩কে রেজল্যুশনে ভিডিও ধারণ করতে পারে। ফলে ব্যবহারকারীরা সহজেই হাত ছাড়াই নিজের চোখের সামন্যের দৃশ্য ভিডিওতে ধারণ করতে পারবেন।
অডিওর দিকটিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ফ্রেমেই ‘ওপেন-ইয়ার’ স্পিকার থাকায় কোনো ইয়ারফোন ছাড়াই গান, পডকাস্ট বা ফোনকল উপভোগ করা যাবে।
এ ছাড়া চশমাটিতে সংযুক্ত আছে মেটা এআই, যা খেলাধুলার সময় তাৎক্ষণিক সহায়তা দিতে পারবে। যেমন: গলফ খেলতে গেলে বাতাসের অবস্থা জানানো বা শুধু ভয়েস কমান্ড দিয়েই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে সহজেই।
এদিকে চশমাটিতে রয়েছে আইপিএক্স ৪ রেটিং, ফলে বৃষ্টি, ঘাম বা পানির ছিটায় এর কোনো সমস্যা হবে না। পূর্ণ চার্জে চশমাটি চলবে প্রায় ৮ ঘণ্টা। মাত্র ২০ মিনিটে চশমাটি ৫০ শতাংশ চার্জ হবে। সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করে অতিরিক্ত ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ রিজার্ভ রাখা যাবে।
এই লিমিটেড এডিশন ওকলে মেটা এইচএসটিএন চশমা প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হচ্ছে ১১ জুলাই থেকে। এর দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। পরবর্তী সময়ে এর সাধারণ সংস্করণ বাজারে আসবে, যার শুরুর দাম হবে ৩৯৯ মার্কিন ডলার।
প্রাথমিকভাবে চশমাটি বিক্রি হবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায়। চলতি বছরের শেষ নাগাদ এটি পাওয়া যাবে মেক্সিকো, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে।
প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের সমন্বয়ে এই চশমা মেটার পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা এআই প্রযুক্তিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আরও গভীরভাবে যুক্ত করার প্রচেষ্টারই অংশ।
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এবার খেলোয়াড় ও স্পোর্টসপ্রেমীদের জন্য বাজারে আনছে নতুন প্রজন্মের পারফরম্যান্স এআই চশমা। জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে মেটা। খেলার সময় বিভিন্ন মুহূর্ত ধারণ করবে ‘ওকলে মেটা এইচএসটিএন’ নামে এই স্মার্ট গ্লাস। পরে এসব ধারণকৃত ভিডিও অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
স্মার্ট চশমা উন্মোচনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে মেটা। যেখানে অংশ নিচ্ছেন ফিফা বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে ও আমেরিকান ফুটবলের এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস।
ওকলে মেটা এইচএসটিএন স্মার্ট গ্লাস ওকলের জনপ্রিয় এসটিএন ফ্রেমের অনুপ্রেরণায় তৈরি। এতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি থাকছে নানা ধরনের স্মার্ট ফিচার, যা পারফরম্যান্স ও ব্যাবহারিক সুবিধা বাড়াবে বহুগুণে।
চশমাটির মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা, যা ৩কে রেজল্যুশনে ভিডিও ধারণ করতে পারে। ফলে ব্যবহারকারীরা সহজেই হাত ছাড়াই নিজের চোখের সামন্যের দৃশ্য ভিডিওতে ধারণ করতে পারবেন।
অডিওর দিকটিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ফ্রেমেই ‘ওপেন-ইয়ার’ স্পিকার থাকায় কোনো ইয়ারফোন ছাড়াই গান, পডকাস্ট বা ফোনকল উপভোগ করা যাবে।
এ ছাড়া চশমাটিতে সংযুক্ত আছে মেটা এআই, যা খেলাধুলার সময় তাৎক্ষণিক সহায়তা দিতে পারবে। যেমন: গলফ খেলতে গেলে বাতাসের অবস্থা জানানো বা শুধু ভয়েস কমান্ড দিয়েই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে সহজেই।
এদিকে চশমাটিতে রয়েছে আইপিএক্স ৪ রেটিং, ফলে বৃষ্টি, ঘাম বা পানির ছিটায় এর কোনো সমস্যা হবে না। পূর্ণ চার্জে চশমাটি চলবে প্রায় ৮ ঘণ্টা। মাত্র ২০ মিনিটে চশমাটি ৫০ শতাংশ চার্জ হবে। সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করে অতিরিক্ত ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ রিজার্ভ রাখা যাবে।
এই লিমিটেড এডিশন ওকলে মেটা এইচএসটিএন চশমা প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হচ্ছে ১১ জুলাই থেকে। এর দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। পরবর্তী সময়ে এর সাধারণ সংস্করণ বাজারে আসবে, যার শুরুর দাম হবে ৩৯৯ মার্কিন ডলার।
প্রাথমিকভাবে চশমাটি বিক্রি হবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায়। চলতি বছরের শেষ নাগাদ এটি পাওয়া যাবে মেক্সিকো, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে।
প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের সমন্বয়ে এই চশমা মেটার পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা এআই প্রযুক্তিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আরও গভীরভাবে যুক্ত করার প্রচেষ্টারই অংশ।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১১ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১১ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১১ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৪ ঘণ্টা আগে