অনলাইন ডেস্ক
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এবার খেলোয়াড় ও স্পোর্টসপ্রেমীদের জন্য বাজারে আনছে নতুন প্রজন্মের পারফরম্যান্স এআই চশমা। জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে মেটা। খেলার সময় বিভিন্ন মুহূর্ত ধারণ করবে ‘ওকলে মেটা এইচএসটিএন’ নামে এই স্মার্ট গ্লাস। পরে এসব ধারণকৃত ভিডিও অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
স্মার্ট চশমা উন্মোচনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে মেটা। যেখানে অংশ নিচ্ছেন ফিফা বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে ও আমেরিকান ফুটবলের এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস।
ওকলে মেটা এইচএসটিএন স্মার্ট গ্লাস ওকলের জনপ্রিয় এসটিএন ফ্রেমের অনুপ্রেরণায় তৈরি। এতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি থাকছে নানা ধরনের স্মার্ট ফিচার, যা পারফরম্যান্স ও ব্যাবহারিক সুবিধা বাড়াবে বহুগুণে।
চশমাটির মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা, যা ৩কে রেজল্যুশনে ভিডিও ধারণ করতে পারে। ফলে ব্যবহারকারীরা সহজেই হাত ছাড়াই নিজের চোখের সামন্যের দৃশ্য ভিডিওতে ধারণ করতে পারবেন।
অডিওর দিকটিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ফ্রেমেই ‘ওপেন-ইয়ার’ স্পিকার থাকায় কোনো ইয়ারফোন ছাড়াই গান, পডকাস্ট বা ফোনকল উপভোগ করা যাবে।
এ ছাড়া চশমাটিতে সংযুক্ত আছে মেটা এআই, যা খেলাধুলার সময় তাৎক্ষণিক সহায়তা দিতে পারবে। যেমন: গলফ খেলতে গেলে বাতাসের অবস্থা জানানো বা শুধু ভয়েস কমান্ড দিয়েই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে সহজেই।
এদিকে চশমাটিতে রয়েছে আইপিএক্স ৪ রেটিং, ফলে বৃষ্টি, ঘাম বা পানির ছিটায় এর কোনো সমস্যা হবে না। পূর্ণ চার্জে চশমাটি চলবে প্রায় ৮ ঘণ্টা। মাত্র ২০ মিনিটে চশমাটি ৫০ শতাংশ চার্জ হবে। সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করে অতিরিক্ত ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ রিজার্ভ রাখা যাবে।
এই লিমিটেড এডিশন ওকলে মেটা এইচএসটিএন চশমা প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হচ্ছে ১১ জুলাই থেকে। এর দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। পরবর্তী সময়ে এর সাধারণ সংস্করণ বাজারে আসবে, যার শুরুর দাম হবে ৩৯৯ মার্কিন ডলার।
প্রাথমিকভাবে চশমাটি বিক্রি হবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায়। চলতি বছরের শেষ নাগাদ এটি পাওয়া যাবে মেক্সিকো, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে।
প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের সমন্বয়ে এই চশমা মেটার পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা এআই প্রযুক্তিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আরও গভীরভাবে যুক্ত করার প্রচেষ্টারই অংশ।
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এবার খেলোয়াড় ও স্পোর্টসপ্রেমীদের জন্য বাজারে আনছে নতুন প্রজন্মের পারফরম্যান্স এআই চশমা। জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে মেটা। খেলার সময় বিভিন্ন মুহূর্ত ধারণ করবে ‘ওকলে মেটা এইচএসটিএন’ নামে এই স্মার্ট গ্লাস। পরে এসব ধারণকৃত ভিডিও অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
স্মার্ট চশমা উন্মোচনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে মেটা। যেখানে অংশ নিচ্ছেন ফিফা বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে ও আমেরিকান ফুটবলের এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস।
ওকলে মেটা এইচএসটিএন স্মার্ট গ্লাস ওকলের জনপ্রিয় এসটিএন ফ্রেমের অনুপ্রেরণায় তৈরি। এতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি থাকছে নানা ধরনের স্মার্ট ফিচার, যা পারফরম্যান্স ও ব্যাবহারিক সুবিধা বাড়াবে বহুগুণে।
চশমাটির মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা, যা ৩কে রেজল্যুশনে ভিডিও ধারণ করতে পারে। ফলে ব্যবহারকারীরা সহজেই হাত ছাড়াই নিজের চোখের সামন্যের দৃশ্য ভিডিওতে ধারণ করতে পারবেন।
অডিওর দিকটিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ফ্রেমেই ‘ওপেন-ইয়ার’ স্পিকার থাকায় কোনো ইয়ারফোন ছাড়াই গান, পডকাস্ট বা ফোনকল উপভোগ করা যাবে।
এ ছাড়া চশমাটিতে সংযুক্ত আছে মেটা এআই, যা খেলাধুলার সময় তাৎক্ষণিক সহায়তা দিতে পারবে। যেমন: গলফ খেলতে গেলে বাতাসের অবস্থা জানানো বা শুধু ভয়েস কমান্ড দিয়েই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে সহজেই।
এদিকে চশমাটিতে রয়েছে আইপিএক্স ৪ রেটিং, ফলে বৃষ্টি, ঘাম বা পানির ছিটায় এর কোনো সমস্যা হবে না। পূর্ণ চার্জে চশমাটি চলবে প্রায় ৮ ঘণ্টা। মাত্র ২০ মিনিটে চশমাটি ৫০ শতাংশ চার্জ হবে। সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করে অতিরিক্ত ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ রিজার্ভ রাখা যাবে।
এই লিমিটেড এডিশন ওকলে মেটা এইচএসটিএন চশমা প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হচ্ছে ১১ জুলাই থেকে। এর দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। পরবর্তী সময়ে এর সাধারণ সংস্করণ বাজারে আসবে, যার শুরুর দাম হবে ৩৯৯ মার্কিন ডলার।
প্রাথমিকভাবে চশমাটি বিক্রি হবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায়। চলতি বছরের শেষ নাগাদ এটি পাওয়া যাবে মেক্সিকো, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে।
প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের সমন্বয়ে এই চশমা মেটার পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা এআই প্রযুক্তিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আরও গভীরভাবে যুক্ত করার প্রচেষ্টারই অংশ।
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে