আবাসন ব্যবসায় বচ্চন পরিবার, ৩১ কোটিতে কেনা বাড়ি ৮৩ কোটিতে বিক্রি
বচ্চনের এই বাড়িটি ওশিয়াওয়ারার ক্রিস্টাল গ্রুপের ‘দ্য আটলান্টিস’–এ অবস্থিত। প্রায় ১ দশমিক ৫৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িটিতে ৪,৫ ও ৬ বিএইচকে (বেডরুম, হল, রান্নাঘর) অ্যাপার্টমেন্ট রয়েছে।