Ajker Patrika

সাইফ ‘আশঙ্কামুক্ত’, কারিনা কাপুর ও সন্তানেরা নিরাপদ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২: ২৪
সাইফ আলি খান ও কারিনা কাপুর
সাইফ আলি খান ও কারিনা কাপুর

বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তবে তাঁর স্ত্রী কারিনা কাপুর খান ও তাঁদের সন্তানরা নিরাপদে আছেন। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে। তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। এনডিটিভির খবরে এসব তথ্য জানা গেছে।

গতকাল বুধবার রাত আড়াইটার দিকে চুরির চেষ্টার সময় ঘটনাটি ঘটে। ঘরে ঢোকা চোরকে সাইফ আলি খান বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন ছুরিকাঘাতে আহত হন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সাইফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাইফের হাতে আঘাতের কারণে অস্ত্রোপচার চলছে। কারিনা কাপুর খান ও তাঁদের দুই সন্তান নিরাপদে আছেন। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি এবং বিষয়টি নিয়ে কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানাচ্ছি। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে।"

এ ঘটনায় বান্দ্রা থানায় এজাহার করা হয়েছে। পুলিশ বলছে, চোর একজনই ছিল এবং সে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে একজন আহত।

সাইফ আলি খান ও কারিনা কাপুর
সাইফ আলি খান ও কারিনা কাপুর

এদিকে ঘটনার সময় বন্ধু রিয়া কাপুর, সোনম কাপুর এবং বোন কারিশমা কাপুরের সঙ্গে ডিনারে ছিলেন কারিনা। করিশ্মা ডিনারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিশমা।

সম্প্রতি সন্তানদের নিয়ে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাইফ ও কারিনা। নববর্ষ উদ্‌যাপন শেষে তারা মুম্বাইয়ের বাড়িতে ফিরেন।

লীলাবতী হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সাইফ আলি খানের আঘাত গুরুতর হলেও তিনি এখন আশঙ্কামুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত