সেলাই দিদিমণি এখন কম্পিউটার আপা
‘দিদিমণি দিদিমণি সেলাই দিদিমণি; আরে উদয়াস্ত খাটো তুমি, ছড়াও দেহের ঘাম, মহাজনে দেয় কি তোমার ঘামের সঠিক দাম?’ সেলাই দিদিমণির কষ্টমাখা জীবনের কথা গানে গানে বলেছেন নগরবাউল জেমস। গানের ব্রিজ লাইনে ঘুরিয়ে-ফিরিয়ে রঙিন দিনের আশার কথাও বলতে ভোলেননি এই গায়ক। সেই গানেরই যেন বাস্তব এক চরিত্র মানিকগঞ্জের ফারহানা