Ajker Patrika

অর্ধেক প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১১: ৫৫
অর্ধেক প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত

মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২০ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন দিঘী নুসরাত ইসলাম নুপুর (আনারস, ৫০০ ভোট) ও মতিয়ার রহমান (চশমা, ৪৭৬ ভোট)।

নবগ্রাম ইউপিতে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরুর জামানত বাজেয়াপ্ত হয়েছে ( মোটরসাইকেল, ৯৪৪ ভোট)। পুটাইল ইউপিতে আব্দুল জলিল আনারস প্রতীকে ১ হাজার ৬৩৯ ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ভাড়ারিয়া ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থ বাজেয়াপ্ত হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সিরাজুল ইসলাম (মোটরসাইকেল, ১ হাজার ৫৪৭ ভোট) সিদ্দিক খান (রজনীগন্ধা, ১ হাজার ২৮২ ভোট) সাইফুল হক (অটোরিকশা, ১ হাজার ২৩৯ ভোট), ছামসুল হক সাগর (চশমা, ১ হাজার ১২৯ ভোট)।

এ ছাড়া ভাড়ারিয়া ইউপিতে দেলোয়ার হোসেন লাবলু (টেবিল ফ্যান, ৩৩৯ ভোট), আবুল খান দিপক (দুটি পাতা, ৩৩৭ ভোট), জাফর ইমাম শাহজাদা (আনারস, ৩৩৪ ভোট), সাহিদ হোসাইন অনিক (টেলিফোন, ১৯৭ ভোট), বাদশাহ মিয়া (ঢোল, ৩৪ ভোট) ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদেরের (৮৫৭ ভোট) জামানত বাজেয়াপ্ত হয়েছে।

কৃষ্ণপুর ইউনিয়নে তিনজনের জামানাত বাজেয়াপ্ত হয়েছে। এ তিনজন হলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন (লাঙ্গল, ৬৭৫ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল মোস্তাফা কাজল (হাতপাখা, ৩২৯ ভোট) এবং জাবেদ আলী সরকার (আনারস, ২০৩ ভোট)

আটিগ্রাম ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হয়েছে গাজী সালাউদ্দিন টিটু (মোটরসাইকেল, ১ হাজার ২৫ ভোট) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আতাউর রহমান (হাতপাখা, ৩৩৬ ভোট) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মঞ্জুর আলমের (মশাল, ১১৩ ভোট)

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত রক্ষায় মোট প্রদত্ত ভোটের শতকরা আট ভাগের একভাগ কম ভোট পেতে হবে। এর কম পেলে জামানত বাজেয়াপ্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত