মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় এনজিও পরিচালক শহিদুল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে শাহিন আলমকে ১০ হাজার টাকা এবং বাকি আসামিদের প্রত্যেককে সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এই রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মো. শাহিন আলমকে (২৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার গোয়ারীপাড়া গ্রামের মৃত আহসান উদ্দিনের ছেলে।
যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের থানাপাড়া গ্রামের শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে সাহেদ (২৫), একই জেলার নাগরপুর উপজেলার দোয়াজানী গ্রামের হযরত আলীর ছেলে রাজা মিয়া ওরফে রাজা (২৫), নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের সামসুল হক বেপারীর ছেলে আব্দুল কুদ্দুস (২৮) ও টাঙ্গাইলের সুইপার কলোনির মিহির লালের ছেলে বিষ্ণু সুইপার (২৫)। এঁদের মধ্যে পলাতক রয়েছেন শাহিন আলম, রাজা মিয়া ও আব্দুল কুদ্দুস।
মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় রহম আলী ও সেলিম মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে দণ্ড পাওয়া শাহিন আলম ও নিহত শহিদুল মিলে ‘প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠা করেন। ওই বছরের ২১ মে এনজিও প্রতিষ্ঠানের ফান্ডে ১০ লাখ টাকা আসে। প্রতিষ্ঠানের টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিচালক শহিদুলকে গলা কেটে হত্যা করেন শাহিন আলম, সাহেদ মিয়া, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও বিষ্ণু সুইপার।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করে। ২০১৪ সালের ১০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল। মামলায় মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে সরকার পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান ও অরবিন্দ পোদ্দার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় এনজিও পরিচালক শহিদুল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে শাহিন আলমকে ১০ হাজার টাকা এবং বাকি আসামিদের প্রত্যেককে সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এই রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মো. শাহিন আলমকে (২৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার গোয়ারীপাড়া গ্রামের মৃত আহসান উদ্দিনের ছেলে।
যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের থানাপাড়া গ্রামের শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে সাহেদ (২৫), একই জেলার নাগরপুর উপজেলার দোয়াজানী গ্রামের হযরত আলীর ছেলে রাজা মিয়া ওরফে রাজা (২৫), নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের সামসুল হক বেপারীর ছেলে আব্দুল কুদ্দুস (২৮) ও টাঙ্গাইলের সুইপার কলোনির মিহির লালের ছেলে বিষ্ণু সুইপার (২৫)। এঁদের মধ্যে পলাতক রয়েছেন শাহিন আলম, রাজা মিয়া ও আব্দুল কুদ্দুস।
মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় রহম আলী ও সেলিম মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে দণ্ড পাওয়া শাহিন আলম ও নিহত শহিদুল মিলে ‘প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠা করেন। ওই বছরের ২১ মে এনজিও প্রতিষ্ঠানের ফান্ডে ১০ লাখ টাকা আসে। প্রতিষ্ঠানের টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিচালক শহিদুলকে গলা কেটে হত্যা করেন শাহিন আলম, সাহেদ মিয়া, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও বিষ্ণু সুইপার।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করে। ২০১৪ সালের ১০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল। মামলায় মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে সরকার পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান ও অরবিন্দ পোদ্দার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৪ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৪ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে