Ajker Patrika

নিখোঁজের পরদিন যুবকের মরদেহ উদ্ধার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ৫৯
নিখোঁজের পরদিন যুবকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিঙ্গাইরে লিটন মিয়া (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা এলাকার ভাঙা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন মিয়া ওই এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার বিকেলে লিটন নিখোঁজ হলে রাতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজেন পরিবারের সদস্যরা। পরে গতকাল সকালে বাস্তা গ্রামের ফাঁকা জায়গার ভাঙা সেতুর নিচে লিটন মিয়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশটির গলায় রশি প্যাঁচানো ছিল।

নিহতদের ভাই সুরুজ মিঞা বলেন, গত ২২ নভেম্বর একই এলাকার সমশের উদ্দিনের ছেলে গজিমুদ্দিনের সঙ্গে সরিষার তেল ভাঙানোকে কেন্দ্র করে তাঁর ঝগড়া হয়। ঝগড়াটির মীমাংসার কথা বলে ২৫ নভেম্বর গ্রাম্য সালিসে তাঁর ভাই লিটন ও তাঁকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয় গজিমুদ্দিন ও তার লোকজনেরা। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে মামলা চলছে। এই বিরোধকে কেন্দ্র করেই তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি সুরুজের।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে রাতের অন্ধকারে ফেলে গেছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত