Ajker Patrika

একটি কেন্দ্রেও জিততে পারেননি আ.লীগের প্রার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১১: ৫৭
একটি কেন্দ্রেও জিততে পারেননি আ.লীগের প্রার্থী

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন মোল্লার ভরাডুবি হয়েছে। নিজ এলাকার কেন্দ্রসহ ইউপির নয়টি কেন্দ্রের একটিতেও জিততে পারেননি তিনি।

দিঘী ইউপিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতার উদ্দিন আহম্মেদ রাজা। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ওই ইউপিতে তিনবার চেয়ারম্যান ছিলেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে করায় তাঁকে জেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দিঘী ইউপিতে আব্দুল মতিন মোল্লা নৌকা প্রতীকে মোট ২ হাজার ৬৮৮টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আখতার উদ্দিন আহম্মেদ রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মোট ৮ হাজার ৮৯৯ ভোট। এই ইউপিতে নুসরাত ইসলাম নূপুর আনারস প্রতীক নিয়ে ৫০০ ভোট পেয়েছেন এবং মতিয়ার রহমান চশমা প্রতীক নিয়ে ৪৭৬ ভোট পেয়েছেন।

সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দিঘী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৫৫ জন। এখানে ভোট পড়েছে হয়েছে ১৫ হাজার ২৯৪টি। ভোট বাতিল হয়েছে ৩৯৪টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত