‘বাজারে যাইতে ভয় করে’
জিনিস পত্রের এত দাম, বাজারে যাইতে ভয় করে। চাল কিনতেই পয়সা শ্যাষ, তেল, নুন কিনুম ক্যামনে? আলু ভাজি দিয়ে সেহরী খাইছি। ইফতার করুম কি দিয়া তা আল্লায় জানে। আমি অসহায় পুঙ্গু মানুষ। খুব কষ্টে আছি, দেখার কেউ নেই। কথাগুলো বলছিলেন ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা মির্জাপুর গ্রামের আবুল কাশেম (৭৫)।