সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরের ‘ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের’ ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ উঠেছে। নবজাতকের জন্মের ১২ দিন পার হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। এদিকে অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি মহল।
নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ (শনিবার) রাতে ওই হাসপাতালে ভর্তি হন উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজনাহার। ওই রাতে তাঁকে সিজারিয়ান অপারেশন করেন ডা. মাহমুদা সুলতানা সাকি। অপারেশনের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে অ্যানালগ পদ্ধতিতে হিট (তাপ) দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিট দেওয়ায় নবজাতকের দুই পা পুড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উন্নত হাসপাতালে স্থানান্তর করে। শিশুটির বাবা শুকুর আলী তাকে ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালে ভর্তি করেন। এদিকে ১২ দিনেও শিশুর আশঙ্কা কাটেনি।
নবজাতকের বাবা শুকুর আলী বলেন, ‘আমার শিশুকে অসাবধানতার সঙ্গে হিট দিয়ে দুই পা পুড়িয়ে দিয়েছে। পরে ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানে চার দিনে আমার ১ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখনো শিশুটি আশঙ্কামুক্ত হয়নি।’
এ নিয়ে ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বিপ্লব দেওয়ান বলেন, ‘আমাদের হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার পর নবজাতককে অ্যানালগ পদ্ধতিতে হিট দেওয়া হয়। তবে আমরা যখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করি, তখন শিশুটির পা ভালো ছিল। যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।’
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ওই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের সিংগাইরের ‘ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের’ ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ উঠেছে। নবজাতকের জন্মের ১২ দিন পার হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। এদিকে অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি মহল।
নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ (শনিবার) রাতে ওই হাসপাতালে ভর্তি হন উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজনাহার। ওই রাতে তাঁকে সিজারিয়ান অপারেশন করেন ডা. মাহমুদা সুলতানা সাকি। অপারেশনের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে অ্যানালগ পদ্ধতিতে হিট (তাপ) দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিট দেওয়ায় নবজাতকের দুই পা পুড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উন্নত হাসপাতালে স্থানান্তর করে। শিশুটির বাবা শুকুর আলী তাকে ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালে ভর্তি করেন। এদিকে ১২ দিনেও শিশুর আশঙ্কা কাটেনি।
নবজাতকের বাবা শুকুর আলী বলেন, ‘আমার শিশুকে অসাবধানতার সঙ্গে হিট দিয়ে দুই পা পুড়িয়ে দিয়েছে। পরে ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানে চার দিনে আমার ১ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখনো শিশুটি আশঙ্কামুক্ত হয়নি।’
এ নিয়ে ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বিপ্লব দেওয়ান বলেন, ‘আমাদের হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার পর নবজাতককে অ্যানালগ পদ্ধতিতে হিট দেওয়া হয়। তবে আমরা যখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করি, তখন শিশুটির পা ভালো ছিল। যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।’
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ওই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১৯ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
২৪ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২৮ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
৩৪ মিনিট আগে