Ajker Patrika

সিংগাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৬: ২৮
সিংগাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরের ‘ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের’ ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ উঠেছে। নবজাতকের জন্মের ১২ দিন পার হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। এদিকে অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি মহল। 

নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ (শনিবার) রাতে ওই হাসপাতালে ভর্তি হন উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজনাহার। ওই রাতে তাঁকে সিজারিয়ান অপারেশন করেন ডা. মাহমুদা সুলতানা সাকি। অপারেশনের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে অ্যানালগ পদ্ধতিতে হিট (তাপ) দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিট দেওয়ায় নবজাতকের দুই পা পুড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উন্নত হাসপাতালে স্থানান্তর করে। শিশুটির বাবা শুকুর আলী তাকে ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালে ভর্তি করেন। এদিকে ১২ দিনেও শিশুর আশঙ্কা কাটেনি। 

নবজাতকের বাবা শুকুর আলী বলেন, ‘আমার শিশুকে অসাবধানতার সঙ্গে হিট দিয়ে দুই পা পুড়িয়ে দিয়েছে। পরে ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানে চার দিনে আমার ১ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখনো শিশুটি আশঙ্কামুক্ত হয়নি।’ 

এ নিয়ে ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বিপ্লব দেওয়ান বলেন, ‘আমাদের হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার পর নবজাতককে অ্যানালগ পদ্ধতিতে হিট দেওয়া হয়। তবে আমরা যখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করি, তখন শিশুটির পা ভালো ছিল। যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।’ 

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ওই হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত