Ajker Patrika

ঘিওরে ইট বোঝাই ট্রলির চাপায় ব্যবসায়ীর মৃত্যু 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘিওরে ইট বোঝাই ট্রলির চাপায় ব্যবসায়ীর মৃত্যু 

মানিকগঞ্জের ঘিওরে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে জসিম উদ্দিন (৬৫) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘিওর-ধামশ্বর সড়কের বাঙ্গালা মাঠের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জসিম উদ্দিন উপজেলার বাংগালা পূর্বপাড়া গ্রামের মৃত সদু শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, জসীম উদ্দীন স্থানীয় বাংগালা বাজারে ফলের ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন। পথে একটি ইট বোঝাই ট্রলি পেছন থেকে এসে সামনে কালভার্টের ঢাল উঠতে না পেরে পেছানোর সময় উল্টে যায়। এ সময় ইট বোঝাই ট্রলির নিচে পড়ে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ঘিওর-কলিয়া জিসি ভায়া বাংগালা বাজার পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ করছে। এ রাস্তার কাজে এসব অবৈধ ট্রলি ব্যবহার করে ইট ও মাটি আনা-নেওয়া করছে বলে জানা যায়। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ট্রলিটি পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। 

ওসি আরও জানান, অবৈধ ট্রলির বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটি চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত