শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দুই যুবক ও এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলার তেওতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের মো. জামাল বাদশা (১৮), একই গ্রামের রাসেল শেখ (২২) এবং এক কিশোর (১৬)। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহানুর এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী গত বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় আসামি জামাল ও রাসেল ফুসলিয়ে তাকে তেওতা জমিদার বাড়ির একটি পুরোনো বিল্ডিংয়ে নিয়ে কুপ্রস্তাব দেয়। স্কুলছাত্রী কুপ্রস্তাবে রাজি না হলে রাসেল তাকে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। একপর্যায়ে জামাল স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। পরে জামাল নির্যাতিতা স্কুলছাত্রীর এক বান্ধবীর ফোনের মাধ্যমে বিষয়টি কাউকে না বলতে ভয় দেখিয়ে সন্ধ্যায় স্থানীয় বারুণী স্নানের মেলায় আসতে বলে।
জামালের কথায় নির্যাতিতা স্কুলছাত্রী সন্ধ্যায় মেলায় এসে পূর্বপরিচিত অভি শেখে নামে এক যুবকের সঙ্গে দেখা হয়। অভি তাকে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে মেলায় ঘুরিয়ে বাড়ি ফেরার কথা বলে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে ওই স্কুলছাত্রী অচেতন হয়ে পড়লে অভি তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
নির্যাতনের শিকার স্কুলছাত্রীর চাচা জানান, পুলিশের মাধ্যমে বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হই। ভাতিজির দেওয়া তথ্যমতে ওই রাতেই মো. জামাল বাদশা, রাসেল শেখ ও অভি শেখকে আসামি করে থানায় মামলা করি।
শিবালয় থানা ওসি শাহানুর এ আলম আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাতে ভিকটিমের চাচা তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করি। আগামীকাল শুক্রবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে। ওই স্কুলছাত্রীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মানিকগঞ্জের শিবালয়ে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দুই যুবক ও এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলার তেওতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের মো. জামাল বাদশা (১৮), একই গ্রামের রাসেল শেখ (২২) এবং এক কিশোর (১৬)। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহানুর এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী গত বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় আসামি জামাল ও রাসেল ফুসলিয়ে তাকে তেওতা জমিদার বাড়ির একটি পুরোনো বিল্ডিংয়ে নিয়ে কুপ্রস্তাব দেয়। স্কুলছাত্রী কুপ্রস্তাবে রাজি না হলে রাসেল তাকে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। একপর্যায়ে জামাল স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। পরে জামাল নির্যাতিতা স্কুলছাত্রীর এক বান্ধবীর ফোনের মাধ্যমে বিষয়টি কাউকে না বলতে ভয় দেখিয়ে সন্ধ্যায় স্থানীয় বারুণী স্নানের মেলায় আসতে বলে।
জামালের কথায় নির্যাতিতা স্কুলছাত্রী সন্ধ্যায় মেলায় এসে পূর্বপরিচিত অভি শেখে নামে এক যুবকের সঙ্গে দেখা হয়। অভি তাকে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে মেলায় ঘুরিয়ে বাড়ি ফেরার কথা বলে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে ওই স্কুলছাত্রী অচেতন হয়ে পড়লে অভি তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
নির্যাতনের শিকার স্কুলছাত্রীর চাচা জানান, পুলিশের মাধ্যমে বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হই। ভাতিজির দেওয়া তথ্যমতে ওই রাতেই মো. জামাল বাদশা, রাসেল শেখ ও অভি শেখকে আসামি করে থানায় মামলা করি।
শিবালয় থানা ওসি শাহানুর এ আলম আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাতে ভিকটিমের চাচা তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করি। আগামীকাল শুক্রবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে। ওই স্কুলছাত্রীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১২ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে