Ajker Patrika

নবজাতকের পা পোড়ার ঘটনায় সেই হাসপাতালের নার্সসহ গ্রেপ্তার ৩

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
নবজাতকের পা পোড়ার ঘটনায় সেই হাসপাতালের নার্সসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার ঘটনায় ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাসপাতালের নার্স শিরিনা আক্তার (২৮), আয়া দিপালি রাণী দাস (২৮), ক্যাশিয়ার জাহিদ খান (৫২)।

মঙ্গলবার নবজাতকের বাবা শুকুর আলী বাদী হয়ে হাসপাতালের মালিক ডা. মাহমুদা সুলতানা সাকিসহ চারজনের নামে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ রাতে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর আলীর সন্তানসম্ভবা স্ত্রী তাজনাহার। রাতেই ওই প্রসূতির অস্ত্রোপচার করেন ডা. মাহমুদা সুলতানা সাকি। অস্ত্রোপচারের পর নবজাতকটি কান্না না করায় তাকে অ্যানালগ পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিট দেওয়ায় নবজাতকের দুই পা পুড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। নবজাতকটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গত রোববার (২ এপ্রিল) দৈনিক আজকের পত্রিকায় ‘সিংগাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। এরপর মঙ্গলবার ওই হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘এ বিষয়ে নবজাতকের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত