মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাইফুল ইসলাম কমল হত্যা মামলায় শিমুল আহমেদ (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডও প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
নিহত খন্দকার সাইফুল ইসলাম কমল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাশিমপুর এলাকার খন্দকার রেজাউল ইসলামের ছেলে।
দণ্ডিত শিমুল আহমেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার ইশাননগর এলাকার মোস্তাফিজুর রহমানে ছেলে। তিনি জমি বেচাকেনার ব্যবসা করতেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ এপ্রিল জমি বেচাকেনার বিরোধের জেরে ব্যবসায়ী খন্দকার সাইফুল ইসলাম কমলকে পিটিয়ে হত্যা করেন শিমুল আহমেদ। এরপর ঘাতক শিমুল আহমেদ নিহত সাইফুল ইসলামের পরিবারকে জানান সাইফুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। নিহতের মরদেহের ময়নাতদন্তের পরে বিষয়টি জানাজানি হলে ২০ এপ্রিল নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে রিমন মিয়া, ফয়েজ আহমেদ, শিমুল আহমেদ, সুজন মিয়া, ওমর ফারুক ও আব্দুস সালামকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর পর জামিনে বের হয়ে যান আসামিরা।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুল আওয়াল তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর রিমন মিয়া, ফয়েজ আহমেদ, শিমুল আহমেদ, সুজন মিয়া, ওমর ফারুক ও আব্দুস সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে শিমুল আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আদালত অভিযুক্ত শিমুল আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। এ মামলায় জড়িত না থাকায় বাকি আসামিদের খালাস প্রদান করা হয়।
এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী কে এম কায়সার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
মানিকগঞ্জের সাইফুল ইসলাম কমল হত্যা মামলায় শিমুল আহমেদ (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডও প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
নিহত খন্দকার সাইফুল ইসলাম কমল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাশিমপুর এলাকার খন্দকার রেজাউল ইসলামের ছেলে।
দণ্ডিত শিমুল আহমেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার ইশাননগর এলাকার মোস্তাফিজুর রহমানে ছেলে। তিনি জমি বেচাকেনার ব্যবসা করতেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ এপ্রিল জমি বেচাকেনার বিরোধের জেরে ব্যবসায়ী খন্দকার সাইফুল ইসলাম কমলকে পিটিয়ে হত্যা করেন শিমুল আহমেদ। এরপর ঘাতক শিমুল আহমেদ নিহত সাইফুল ইসলামের পরিবারকে জানান সাইফুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। নিহতের মরদেহের ময়নাতদন্তের পরে বিষয়টি জানাজানি হলে ২০ এপ্রিল নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে রিমন মিয়া, ফয়েজ আহমেদ, শিমুল আহমেদ, সুজন মিয়া, ওমর ফারুক ও আব্দুস সালামকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর পর জামিনে বের হয়ে যান আসামিরা।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুল আওয়াল তদন্ত শেষে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর রিমন মিয়া, ফয়েজ আহমেদ, শিমুল আহমেদ, সুজন মিয়া, ওমর ফারুক ও আব্দুস সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে শিমুল আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আদালত অভিযুক্ত শিমুল আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। এ মামলায় জড়িত না থাকায় বাকি আসামিদের খালাস প্রদান করা হয়।
এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী কে এম কায়সার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫