‘তেল ছাড়াই খাবার খাই আমরা’
‘সয়াবিন তেল এক সপ্তাহে ১০ টাকা লিটারে বেড়ে এখন ১৭০ টাকা। মান যেগুলো কম তাও ১৬০ টাকা। পাম অয়েল ১৫০ টাকা লিটার। ছয়জনের সংসারে এমনিতেই বাজারে দিশেহারা। এরপর তেলের দাম হু হু করে বাড়ছে। তাই চার দিন তেল ছাড়া খাবার খাই আমরা। ভ্যান চালাতে থাকি কিন্তু এই কথা বললে কেউ ভাড়া বেশি দিতে চান না। সবাই কন, তাঁদেরও ন