Ajker Patrika

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ১৭
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি

অবিলম্বে ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে গতকাল সোমবার সকালে চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়েছে।

সমাবেশে কেন্দ্রীয় নেত্রী প্রকৌশলী শম্পা বসু বলেন, পাশের দেশে তেল পাচারের ও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে মূল্য বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক। সরকার শুধু বিভিন্ন পর্যায়ে শুল্ক ১৭ টাকা কমালে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো দরকার নেই।

সরকারি শুল্ক ও অন্যান্য খরচ কমালে দাম না বাড়িয়ে বরং কমানো সম্ভব। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে এখন সরকার লস করছে সেই কথা বলছে। কিন্তু গত ৭ বছর আন্তর্জাতিক বাজারে দাম কম থাকার পরও দেশে দাম না কমিয়ে সরকার ৪০ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে।

শম্পা বসু আরও বলেন, এই মুনাফার একটা অংশ এখন ভর্তুকি হিসেবে দিলেও, দাম বাড়ানোর প্রয়োজন হতো না। তেল পাচারের অজুহাতও ভুয়া কারণ তেল পকেটে করে পাচার করা যায় না। তাহলে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেওয়া পুলিশ, বিজিবি কেন পাচার রোধ করতে পারে না?’

বক্তারা বলেন, ‘জ্বালানি তেল ডিজেল, কেরোসিন ও ফার্নেস ওয়েলের মূল্য বৃদ্ধির অভিঘাত দেশের ১৭ কোটি মানুষের ওপর পড়বে। কারণ ডিজেলের ওপর আমাদের কৃষি, পরিবহন, শিল্প এবং বিদ্যুৎ উৎপাদন নির্ভরশীল। একদিকে তেলের মূল্য বৃদ্ধি, এলপি গ্যাসের দাম এক মাসের মধ্যে দুই বার বৃদ্ধি করা, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দামে জনজীবন অতিষ্ঠ।’

সমাবেশের সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত