Ajker Patrika

রাত পেরোলেই ভোট

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ৫৭
রাত পেরোলেই ভোট

মাগুরা সদরের ১৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচন রাত পোহালেই শুরু হতে যাচ্ছে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে শেষবারের মতো দোয়া ও ভোট চাইছেন চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থানাসহ নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

গতকাল মঙ্গলবার মাগুরা সদর ‍উপজেলার আঠারখাদা ইউনিয়নে গিয়ে দেখা গেছে, চায়ের দোকান, পাড়া মহল্লা সব জায়গায় প্রার্থীদের ব্যানার টানিয়ে রাখা হয়েছে। মাইকিং এর মাধ্যমে চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের পক্ষে প্রচার করা হচ্ছে বিভিন্ন এলাকায়।

চাউলিয়া ইউপির ভোটার বেলায়েত হোসেন বলেন, ‘১১ নভেম্বর মাগুরার ১৩ ইউপিতে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেব আমরা। যিনি আমাদের পাশে থাকবেন সবসময়। যাঁর কাছে গেলে আমরা আমাদের সুখ–দুঃখের কথা বলতে পারব সেই প্রার্থীকেই ভোট দেব।’

এদিকে জগদল ইউনিয়নে মাঝি পাড়া এলাকায় নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করাকে কেন্দ্র করে চার খুনের ঘটনা ঘটে। ওই খুনের ঘটনার পর থেকে এলাকার অনেক মানুষ ঘরছাড়া। মামলা পাল্টা মামলা হলেও স্থানীয়রা যারা ঘরে ফিরে এসেছেন তাঁরা জানান, পুলিশের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। ভোটের দিন ঘনিয়ে এসেছে তাই তাঁরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন।

মাগুরা জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল ইসলাম বলেন, ‘ইউপি নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করতে পারব।

সদরের গোপালগ্রাম, কুচিয়ামোড়া, মঘিসহ প্রায় সব কটি ইউনিয়নের বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সরকার দলীয় প্রার্থীরা জানিয়েছেন নির্বাচনের পরিবেশ ঠিকঠাক এগোচ্ছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে নানা রকম বাঁধার সম্মুখীন হয়েছেন তাঁরা।

জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম বলেন, ‘১৩ ইউপিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৬০৩ জন। ভোটকেন্দ্র ১৪১টি, বুথ সংখ্যা ৬৪১টি। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত