Ajker Patrika

বিজয়ী লালন শাহ নৌকা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ৪৯
বিজয়ী লালন শাহ নৌকা

মাগুরার শ্রীপুরে চর চৌগাছী ও ঘসিয়াল গ্রামবাসীর আয়োজনে গড়াই নদীতে গত মঙ্গলবার ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। চর চৌগাছী ও ঘসিয়াল নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মো. লিটন বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় এই বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচে প্রথম স্থান অর্জন করে লালন শাহ নৌকা।

উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. সোলায়মান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর

বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ জহিরুল ইসলাম পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ প্রমুখ।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মঙ্গলবার দুপুর থেকেই গড়াই নদীর পাড়ে আসতে শুরু করে নানা বয়সি মানুষ। দুপুর ৩টায় শুরু হয় আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচে অংশ নেয় সোনার বাংলা, লালন শাহ, তুফান, পঙ্খীরাজ, একতা এক্সপ্রেস, উড়ন্ত পাখি, সেই লালন শাহ নৌকাসহ মোট ৯টি নৌকা বাইচ দল।

স্থানীয় টিকারবিলা ঘাট থেকে ঘসিয়াল ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতার অংশ ছিল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে নদীর পাড়ে হাজারো মানুষ ভিড় করে।

নৌকা বাইচে অংশ নেওয়া প্রতিযোগীরা জানান, আমরা দেশের বিভিন্ন অঞ্চলে নৌকা বাইচে অংশ নেই। শখের বশে মানুষকে আনন্দ দিতেই এসব করি।’

প্রধান অতিথি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ‘প্রাচীনকালে বিনোদনের মাধ্যম ছিল এই নৌকা বাইচ। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এবং মানুষকে আনন্দ-বিনোদন দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।’

আয়োজক চরচৌগাছী ও ঘসিয়াল নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মো. লিটন বিশ্বাস জানান, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই নৌকা বাইচ সম্পন্ন হয়েছে। আমরা প্রতিবছর ঐতিহ্যবাহী বাইচের আয়োজন করি। পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

বাইচ শেষে প্রথম বিজয়ী লালন শাহ নৌকাকে একটি মোটরসাইকেল দ্বিতীয় বিজয়ী সেই লালন শাহ নৌকাকে রেফ্রিজারেটর ও তৃতীয় বিজয়ী সোনার বাংলা নৌকাকে ৪০ ইঞ্চি এলইডি টিভি এবং সকল অংশগ্রহণকারী দলকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত