Ajker Patrika

আজ শেষ হচ্ছে কাত্যায়নী পূজা

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ৪২
আজ শেষ হচ্ছে কাত্যায়নী পূজা

মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শেষ হচ্ছে আজ রোববার। গত বুধবার শুরু হওয়া এই পূজায় সারা দেশ থেকে মাগুরায় ভিড় করেন হাজারো মানুষ। তবে একটা সময় পূজায় দর্শনার্থীরা আসত পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপাল থেকেও। করোনা সময়ে বিধিনিষেধ থাকায় পূজায় লাখো মানুষের ভিড় হতে দেখা যায়নি।

পূজাকে কেন্দ্র করে মাগুরা শহরে ফুটপাত বসেছে বাহারী পণ্যর মেলা। দেশীয় কুটিরশিল্প থেকে শুরু করে কাঠের আসবাবপত্র, খেলনা, কাপড়ের দোকান, গয়নাসহ খাবার হোটেল বসেছে পূজা এলাকায়। নাগরদোলা, ছোট ট্রেন বসেছে যা দেখে শিশুরা আনন্দে মেতে উঠেছে। গতকাল শনিবার নবমীর দিনে বৃষ্টি থাকায় লোকসমাগম ছিল কম। এমনকি পূজা মণ্ডপ এলাকায় সকাল থেকে ভক্ত, দর্শনার্থীদের ভিড় চোখে পড়েনি।

গোপালগঞ্জ থেকে পরিবার নিয়ে আসা উৎপল কুমার বলেন, আমার বোনের শ্বশুর বাড়ি মাগুরায়। কাত্যায়নী পূজায় ১৫ বছর ধরে আসছি। এবারই দেখছি তেমন সাজসজ্জা নেই। কোনো রকম আয়োজন করা হয়েছে। তাই বাচ্চারাও খুশি হতে পারছে না। আমি মাগুরার নানা প্রান্তে থাকা পূজা মণ্ডপে ঘুরেছি। কিন্তু আগের মতো আনন্দ পাচ্ছি না।

পিরোজপুর থেকে পরিবার নিয়ে এসেছেন কবিতা রানী বিশ্বাস। তিনি বলেন, আমার অনেক স্বজন থাকেন মাগুরায়। তাই নিয়মিত আসা হয়। এবার শহরের সব পূজামণ্ডপ দেখেছি। মোটামুটি লেগেছে। তবে আগের মতো জাঁকজমকপূর্ণ নয়।

জেলায় ৬৮টি পূজামণ্ডপে কাত্যায়নী পূজা হচ্ছে। এর মধ্যে সদরে ২১ টি, পৌর এলাকার ১৪ টি, শ্রীপুরে ৮ টি, শালিখাতে ১৭টি এবং মহম্মদপুর উপজেলায় ৮ টি। বরাবরের মতো এবারও মাগুরা নতুন বাজার, নিজনান্দুয়ালী এবং বটতলার পূজামণ্ডপ সবচেয়ে দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে।

মাগুরা জেলা শাখার বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ কনক কান্তি সাহা জানিয়েছেন, সব বাধা পেরিয়ে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হয়েছে। রোববার দশমীর মধ্যে দিয়ে এবারের পূজা শেষ হবে।

জানা গেছে, পূজা আজ শেষ হলেও মেলা চলবে আরও কয়েক দিন।

মাগুরা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু বলেন, মাগুরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে প্রতি বছর হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা আসেন কাত্যায়নী পূজা দেখতে। এ বছর শুধু শহরভিত্তিক কাত্যায়নী পূজা মণ্ডপগুলোতে সীমিত পরিসরে পূজা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজনও ছিল সাধারণ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর আগের মতোই জাঁকজমকপূর্ণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত