Ajker Patrika

সুষ্ঠু ভোট, উপস্থিতি ৭৫%

ফয়সাল পারভেজ, মাগুরা
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ৪৪
সুষ্ঠু ভোট, উপস্থিতি ৭৫%

মাগুরা সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গড়ে ৭৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম। সদর উপজেলার ১৩ ইউপির ১২ টিতে দ্বিতীয় ধাপে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। ভোটের আগের রাতে বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে ৯টিতে নৌকা, ২টিতে বিদ্রোহী ও ১টিতে হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, ১২ ইউনিয়নে ভোটার উপস্থিতি ছিল ৭৫ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে গোপাল গ্রামে। সেখানে ৮০ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে। বেরইলপলিতা ইউনিয়নে ভোটার উপস্থিতি ছিল ৭৪ দশমিক ১৯ শতাংশ, যা সর্বনিম্ন। এ ছাড়া বাকিগুলোতে গড়ে ৭৫ শতাংশ ভোট পড়ায় নির্বাচন কমিশন সামনের নির্বাচনগুলোতে এই ধারা অব্যাহত রাখত চায় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল।

গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে অলিউল ইসলাম জানান, আমরা সবাই মিলে একটি ভালো নির্বাচনের চেষ্টা করেছি। ১২ ইউনিয়নে নির্বাচনে যে পরিবেশ আমরা দিতে পেরেছি তার ফল ভোটারের উপস্থিতি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেও জানান তিনি।

গোপাল গ্রাম ইউনিয়ন থেকে মো. নাসিরুল ইসলাম (নৌকা) ৩ হাজার ৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখানে ভোটার উপস্থিতি ছিল ৮০ শতাংশ।

রাঘবদাইড় ইউনিয়নে আশরাফুল আলম বাবুল ফকির পেয়েছেন ৯ হাজার ৬ ভোট, এখানে ভোটার উপস্থিতি ছিল ৭৯ দশমিক ২৭ শতাংশ; মঘিতে হাচনা হেনা ভোট পেয়েছেন ৮৮৮৫, উপস্থিতি ৭৭ দশমিক ২৪ শতাংশ; জগদলে সৈয়দ রফিকুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯৮৫, ভোটার উপস্থিতি ৭৬ দশমিক ৯৮ শতাংশ; চাউলিয়া ইউনিয়নে হাফিজার রহমান পেয়েছেন ৭ হাজার ৬০৬, ভোটার উপস্থিতি ৭৫ দশমিক ৮০ শতাংশ; কছুন্দিতে আবুল কাশেম মোল্যা পেয়েছেন ৪ হাজার ৪৩১, ভোটার উপস্থিতি ৭৭ দশমিক শূন্য ৫ শতাংশ, আঠারোখাদায় সঞ্জিবন বিশ্বাস ভোট পেয়েছেন ৬ হাজার ৪৩১, ভোটার উপস্থিতি ৭৬ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী প্রার্থী বেরইলপলিতা ইউনিয়নে এনামুল হক রাজা পেয়েছেন ৭ হাজার ৬৬৭ ভোট। এ ইউপিতে ভোটার উপস্থিতি ছিল ৭৪ দশমিক ১৯ শতাংশ, কুচিয়ামোড়া ইউনিয়নে জাহিদুর রহমান টিপু পেয়েছেন ৫ হাজার ৪৫৯ ভোট, ভোটার উপস্থিতি ছিল ৭৫ দশমিক ৫৯ শতাংশ। শত্রুজিৎপুর ইউনিয়নে ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি মাওলানা ওসমান গণি ৪ হাজার ৫১ ভোটে বিজয়ী হয়েছেন, এখানে ভোটার উপস্থিতি ছিল ৭৮ দশমিক ৬৯ শতাংশ।

এর আগে হাজীপুর এবং হাজরাপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই প্রার্থী মোজাহারুল ইসলাম আখরোট এবং কবির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তবে স্থগিত বগিয়া ইউনিয়নে কবে নির্বাচন হতে পারে সে বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল জানান, আদালতের নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন এটি বন্ধ রেখেছে। আগের মতোই পরিষদ চলবে। তাই এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এখনই বলা যাচ্ছে না। যেহেতু নির্বাচন স্থগিত তাই ওখানে আগের মেয়াদে যে রকম ছিল তাই থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত