ফয়সাল পারভেজ, মাগুরা
‘সয়াবিন তেল এক সপ্তাহে ১০ টাকা লিটারে বেড়ে এখন ১৭০ টাকা। মান যেগুলো কম তাও ১৬০ টাকা। পাম অয়েল ১৫০ টাকা লিটার। ছয়জনের সংসারে এমনিতেই বাজারে দিশেহারা। এরপর তেলের দাম হু হু করে বাড়ছে। তাই চার দিন তেল ছাড়া খাবার খাই আমরা। ভ্যান চালাতে থাকি কিন্তু এই কথা বললে কেউ ভাড়া বেশি দিতে চান না। সবাই কন, তাঁদেরও নাকি বাজার করা নিয়ে ঝামেলা আছে।’
কথাগুলো বলছিলেন মাগুরার পুরাতন বাজারের ক্রেতা ভ্যানচালক কাসেম। এ সময় কথা হয় আরেক ক্রেতা সেলিম হোসেনের সঙ্গে। তিনি কাসেমের কথা ধরে বলেন, ‘তিনি ভ্যান চালায়, ভাড়া মারে। কোনো দিন কম বা বেশি পান। কিন্তু আমার তো বেতনই ৬ হাজার টাকা।’
সেলিম বলেন, ‘চাল কিনলে কেজি ৬০ টাকা। তেল কিনি এক পোয়া। তরকারি কিনলে ৬০ টাকা কেজি ছাড়া নেই। মাছ কিনারর সাহস পাই না। মেয়েটা কত দিন বলছে বাবা রুই মাছ আনবা আর লাউ। এখন রুই মাছ ৩০০ টাকা কেজি। সামান্য আয়ে তেল, চাল আর তরকারি কিনতে গেলে আর বাজার হয় না।’
মাগুরা কাঁচা বাজারে অবস্থা সারা দেশের মতোই। কোনো কিছুর দাম কমছে না। ফলে যাঁরা নিম্ন আয়ের মানুষ তাঁরা পড়েছেন বিপাকে। বাজারে আসছেন ছোট ব্যাগ নিয়ে বের হচ্ছেন কোনো জরুরি জিনিস না কিনেই। তাঁদের প্রশ্ন কেন তেল, ময়দা, আটা, চাল ও চিনি থেকে শুরু করে সব জিনিসের দাম দফায় দফায় বাড়ছে। সরকার কেন এটি নিয়ন্ত্রণ করছে না।
শাহানা খাতুন করেন কাগজের ঠোঙা বানানোর কাজ। এসেছেন গতকাল সোমবার পুরাতন বড় বাজারে তা বিক্রি করতে। কেজি হিসেবে যেখানে এই কাগজের ঠোঙা বিক্রি হতো ৬০ টাকা সেখানে ৭০ টাকা বিক্রি না করলে বাজার করা মুশকিল। কিন্তু মুড়ির দোকানিরা তা নিচ্ছেন না।
এ নারী বলেন, ‘সব জিনিসের দাম বেড়েছে। আগের দামে ঠোঙা বিক্রি করলে আমার লাভ হবে না। আমার বাজার করতে হবে। বাড়িতে মেয়ে জামাই এসেছেন কিছু না হলেও একটা মুরগি কিনতে হবে। কিন্তু মুরগি এখন ২৮০ টাকা কেজি। ঘরে চিনিও নাই যে কিছু বানিয়ে জামাই মেয়েকে খাওয়াব। চিনি তো ৯০ টাকা কেজি। দুই মাস আগেও এটা ৬০ টাকা কেজিতে ছিল।’
পুরাতন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, মানুষের কাছে তেমন পয়সা নেই। যাঁদের আয় অল্প তাঁরা দোকানে আসে হতাশ হন দাম শুনে। কিন্তু আমরা কি করব।
সরেজমিন জেলার নতুন বাজার, পুরাতন, ভায়না, পুলিশ লাইন, রামনগর, ইছাখাদা বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল আর তেলই নয়, চিনি, মসলা, আটা, ময়দা, মুড়ি, চিরা, কাচা সবজি, মাছের দাম বেড়েছে।
‘সয়াবিন তেল এক সপ্তাহে ১০ টাকা লিটারে বেড়ে এখন ১৭০ টাকা। মান যেগুলো কম তাও ১৬০ টাকা। পাম অয়েল ১৫০ টাকা লিটার। ছয়জনের সংসারে এমনিতেই বাজারে দিশেহারা। এরপর তেলের দাম হু হু করে বাড়ছে। তাই চার দিন তেল ছাড়া খাবার খাই আমরা। ভ্যান চালাতে থাকি কিন্তু এই কথা বললে কেউ ভাড়া বেশি দিতে চান না। সবাই কন, তাঁদেরও নাকি বাজার করা নিয়ে ঝামেলা আছে।’
কথাগুলো বলছিলেন মাগুরার পুরাতন বাজারের ক্রেতা ভ্যানচালক কাসেম। এ সময় কথা হয় আরেক ক্রেতা সেলিম হোসেনের সঙ্গে। তিনি কাসেমের কথা ধরে বলেন, ‘তিনি ভ্যান চালায়, ভাড়া মারে। কোনো দিন কম বা বেশি পান। কিন্তু আমার তো বেতনই ৬ হাজার টাকা।’
সেলিম বলেন, ‘চাল কিনলে কেজি ৬০ টাকা। তেল কিনি এক পোয়া। তরকারি কিনলে ৬০ টাকা কেজি ছাড়া নেই। মাছ কিনারর সাহস পাই না। মেয়েটা কত দিন বলছে বাবা রুই মাছ আনবা আর লাউ। এখন রুই মাছ ৩০০ টাকা কেজি। সামান্য আয়ে তেল, চাল আর তরকারি কিনতে গেলে আর বাজার হয় না।’
মাগুরা কাঁচা বাজারে অবস্থা সারা দেশের মতোই। কোনো কিছুর দাম কমছে না। ফলে যাঁরা নিম্ন আয়ের মানুষ তাঁরা পড়েছেন বিপাকে। বাজারে আসছেন ছোট ব্যাগ নিয়ে বের হচ্ছেন কোনো জরুরি জিনিস না কিনেই। তাঁদের প্রশ্ন কেন তেল, ময়দা, আটা, চাল ও চিনি থেকে শুরু করে সব জিনিসের দাম দফায় দফায় বাড়ছে। সরকার কেন এটি নিয়ন্ত্রণ করছে না।
শাহানা খাতুন করেন কাগজের ঠোঙা বানানোর কাজ। এসেছেন গতকাল সোমবার পুরাতন বড় বাজারে তা বিক্রি করতে। কেজি হিসেবে যেখানে এই কাগজের ঠোঙা বিক্রি হতো ৬০ টাকা সেখানে ৭০ টাকা বিক্রি না করলে বাজার করা মুশকিল। কিন্তু মুড়ির দোকানিরা তা নিচ্ছেন না।
এ নারী বলেন, ‘সব জিনিসের দাম বেড়েছে। আগের দামে ঠোঙা বিক্রি করলে আমার লাভ হবে না। আমার বাজার করতে হবে। বাড়িতে মেয়ে জামাই এসেছেন কিছু না হলেও একটা মুরগি কিনতে হবে। কিন্তু মুরগি এখন ২৮০ টাকা কেজি। ঘরে চিনিও নাই যে কিছু বানিয়ে জামাই মেয়েকে খাওয়াব। চিনি তো ৯০ টাকা কেজি। দুই মাস আগেও এটা ৬০ টাকা কেজিতে ছিল।’
পুরাতন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, মানুষের কাছে তেমন পয়সা নেই। যাঁদের আয় অল্প তাঁরা দোকানে আসে হতাশ হন দাম শুনে। কিন্তু আমরা কি করব।
সরেজমিন জেলার নতুন বাজার, পুরাতন, ভায়না, পুলিশ লাইন, রামনগর, ইছাখাদা বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল আর তেলই নয়, চিনি, মসলা, আটা, ময়দা, মুড়ি, চিরা, কাচা সবজি, মাছের দাম বেড়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫