Ajker Patrika

৭ ইউপিতে আ.লীগের বিদ্রোহী ১০

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮: ৫৪
৭ ইউপিতে আ.লীগের বিদ্রোহী ১০

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। এ ধাপে মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে ভোট হবে। জানা গেছে, সাত ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন ১০ জন।

ধনেশ্বরগাতী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদারের ভাই শ্রী বিমলেন্দু শিকদার। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম ছরোয়ার। তালখড়ীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দীন মন্ডল। বিদ্রোহী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মজনু মিয়া। আড়পাড়া ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস। শতখালীতে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ঝন্টু। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবার আলী মোল্যা ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন। শালিখা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু হোসেন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাব হোসেন এবং সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ মোল্ল্যা ছেলে আনিচুর রহমান।

বুনাগাতীতে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বক্তিয়ার উদ্দীন লস্কর। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইমদাদুল হক। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া গঙ্গারামপুরে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মোল্ল্যা দলীয় মনোনয়ন পেয়েছেন। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. সামছুর রহমান। ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে বলেন, বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত