মিরাজের ঘটনা নবীজির বড় মোজেজা
মিরাজ মহানবী (সা.)-এর জীবনের অন্যতম বড় মোজেজা বা অলৌকিক ঘটনা। তিনি ছাড়া অন্য কোনো নবী এ সৌভাগ্য লাভ করেননি। যখন সবদিক থেকে রাসুল (সা.) মারাত্মক সংকট ও শোকের সম্মুখীন হন, পিতৃতুল্য চাচার মৃত্যু, প্রাণপ্রিয় সহধর্মিণীর ইন্তেকাল, তায়েফের নির্মম ঘটনা, কাফিরদের অমানবিক অত্যাচারসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা