১৯০০ কিলোমিটার হেঁটে কেদারনাথ মন্দিরে যাচ্ছেন বাগেরহাটের স্বদেশ কুন্ডু
স্বদেশ কুন্ডু বলেন, ‘কেদারনাথ মন্দির একটি জাগ্রত মন্দির। ছোটবেলা থেকেই এই মন্দিরে যাওয়ার একটি সুপ্ত বাসনা ছিল, মনের সেই আশা পূরণের জন্য হেঁটে যাচ্ছি। সেখানে শিবের পূজা ও আরাধনা করব। আমার পরিবার ও এলাকাবাসীর জন্য প্রার্থনা করব।’