Ajker Patrika

ফরিদপুরে মন্দিরে আগুন: গণপিটুনিতে দুই সহোদরকে হত্যার সুষ্ঠু তদন্ত চায় এমএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৯: ০৬
ফরিদপুরে মন্দিরে আগুন: গণপিটুনিতে দুই সহোদরকে হত্যার সুষ্ঠু তদন্ত চায় এমএসএফ

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লি গ্রামে গণপিটুনিতে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। 

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংস্থাটি। 

এমএসএফ জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন হওয়ায় সঠিক কারণ অনুসন্ধান করে দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।

গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে মন্দিরে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে দুই সহোদর নিহত হন। সংঘর্ষের খবর পেয়ে হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসিকে ঘেরাও করে রাখা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও র‍্যাবের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, কেবল সন্দেহের বশবর্তী হয়ে এ ধরনের অসাংবিধানিক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। স্থানীয় পুলিশ-প্রশাসনকে না জানিয়ে, তাদের সহযোগিতা না নিয়ে প্রচলিত আইন অবজ্ঞা করে, আইন নিজের হাতে তুলে নিয়ে এমন বর্বরোচিত ঘটনা ঘটানো মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনাটি কোনো মানুষের জীবনের অধিকার ও বিচার লাভের অধিকারের চরম লঙ্ঘন। আইন অবজ্ঞা করে গণপিটুনির ঘটনা ঘটিয়ে হত্যা করা অবশ্যই ফৌজদারি অপরাধ। এই প্রবণতায় এমএসএফ গভীরভাবে উদ্বিগ্ন। হঠাৎ করে মারাত্মক আকার ধারণ করা এসব ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি, নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সর্বোপরি দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। ফলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিক দায়িত্ব; পাশাপাশি এই প্রবণতা রোধে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে এমএসএফ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত