মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে একটি মন্দিরে আগুনের পর সন্দেহবশত দুই সহোদর ভাইকে পিটিয়ে মারার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সেখানে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যাবে না। মধুখালীতে যে ঘটনা ঘটেছে সে ঘটনার ন্যায়বিচার যাতে পাওয়া যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যে ঘটনা তা সহ্য করার মতো না হলেও, এটিকে কেন্দ্র করে আর যাতে কোনো অঘটন না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘এ ন্যায়বিচার জনগণ দেখবে। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, যাতে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হয়। সরকারের বিভিন্ন বিভাগ ঘটনার তদন্ত করছে। আশা করছি, সংশ্লিষ্ট বিভাগ শিগগিরই জড়িতদের শনাক্ত করতে সক্ষম হবে।’
শনিবার (২০ এপ্রিল) দুপুরে মধুখালীতে ভুক্তভোগীদের বাড়িতে যান ধর্মমন্ত্রী।
উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামে ওই দুই ভাইয়ের মাকে সান্ত্বনা দিতে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ ঘটনার খোঁজ রাখছেন। আপনারা ন্যায়বিচার পাবেন। ধৈর্য ধরতে হবে। আল্লাহর ওপর ভরসা রাখুন, ন্যায়বিচার হবে ইনশা আল্লাহ।’ এ সময় প্রধানমন্ত্রী পক্ষ থেকে পরিবারটিকে দুই লাখ টাকা অনুদান দেন মন্ত্রী।
এ সময় ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সর্বজনীন কালি মন্দিরে গত ১৮ এপ্রিল আগুন লাগে। পরে আগুন দেওয়ার অভিযোগে ওই স্কুলের নির্মাণশ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। হিন্দু অধ্যুষিত ওই এলাকায় এই সময় শুধু সাত নির্মাণশ্রমিকই ছিলেন মুসলিম। আগুনের ঘটনায় তাঁদেরই সন্দেহ করে স্থানীয়রা।
উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই দুই নির্মাণশ্রমিক নিহত হন। নিহত দুই ভাই উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (১৭) ও আরসাদুল খান (১৫)।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, এ ঘটনায় তিনটি মামলা হয়েছে এবং একজন আটক আছে।
ফরিদপুরে একটি মন্দিরে আগুনের পর সন্দেহবশত দুই সহোদর ভাইকে পিটিয়ে মারার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সেখানে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যাবে না। মধুখালীতে যে ঘটনা ঘটেছে সে ঘটনার ন্যায়বিচার যাতে পাওয়া যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যে ঘটনা তা সহ্য করার মতো না হলেও, এটিকে কেন্দ্র করে আর যাতে কোনো অঘটন না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘এ ন্যায়বিচার জনগণ দেখবে। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, যাতে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হয়। সরকারের বিভিন্ন বিভাগ ঘটনার তদন্ত করছে। আশা করছি, সংশ্লিষ্ট বিভাগ শিগগিরই জড়িতদের শনাক্ত করতে সক্ষম হবে।’
শনিবার (২০ এপ্রিল) দুপুরে মধুখালীতে ভুক্তভোগীদের বাড়িতে যান ধর্মমন্ত্রী।
উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামে ওই দুই ভাইয়ের মাকে সান্ত্বনা দিতে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ ঘটনার খোঁজ রাখছেন। আপনারা ন্যায়বিচার পাবেন। ধৈর্য ধরতে হবে। আল্লাহর ওপর ভরসা রাখুন, ন্যায়বিচার হবে ইনশা আল্লাহ।’ এ সময় প্রধানমন্ত্রী পক্ষ থেকে পরিবারটিকে দুই লাখ টাকা অনুদান দেন মন্ত্রী।
এ সময় ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সর্বজনীন কালি মন্দিরে গত ১৮ এপ্রিল আগুন লাগে। পরে আগুন দেওয়ার অভিযোগে ওই স্কুলের নির্মাণশ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। হিন্দু অধ্যুষিত ওই এলাকায় এই সময় শুধু সাত নির্মাণশ্রমিকই ছিলেন মুসলিম। আগুনের ঘটনায় তাঁদেরই সন্দেহ করে স্থানীয়রা।
উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই দুই নির্মাণশ্রমিক নিহত হন। নিহত দুই ভাই উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (১৭) ও আরসাদুল খান (১৫)।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, এ ঘটনায় তিনটি মামলা হয়েছে এবং একজন আটক আছে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
১ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে