ভালো না খেললে কেউ নেবে না...ইমরুল এখন ‘রিলাক্সড’
অধিনায়কত্বের বিষয়ে তিন দিন আগে নিজের অভিমত জানিয়েছিলেন তামিম ইকবাল। নিজেদের প্রথম ম্যাচেই জয় পাওয়ার পর ফরচুন বরিশালের অধিনায়ক জানিয়েছিলেন, অধিনায়কত্ব খুব বেশি উপভোগ করি না। দায়িত্বে বহু ঝামেলা থাকে। আমি চাই ওয়ার্ম আপ শেষ হবে, আরামসে বসে থাকব।