Ajker Patrika

এক রাতেই তামিমের রেকর্ড ভেঙে দিলেন মুশফিক

এক রাতেই তামিমের রেকর্ড ভেঙে দিলেন মুশফিক

বাংলাদেশের হয়ে ব্যাটারদের অনেক রেকর্ডে নিজের নাম প্রথমে তুলেছেন তামিম ইকবাল। বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বাঁহাতি ওপেনার। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৪০ রান করার পথে টুর্নামেন্টের প্রথম ব্যাটার হিসেবে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে রানের সংখ্যাকে ৩০২৪ নিয়ে গেছেন তামিম। ২ চার ও ১ ছক্কায় আজ ১৬ বলে ১৯ রান করেছেন তিনি। তিন হাজারের ক্লাবে আজ তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিমও। দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক ব্যাটার।

আজ শুধু মাইলফলকই স্পর্শ করেননি মুশফিক, এক রাতের ব্যবধানে তামিমের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ৩০৩৮ রান নিয়ে বিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন ৩৬ বছর বয়সী ব্যাটার। তামিমের নেতৃত্বেই এবার ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাচ্ছেন মুশফিক।

রেকর্ড গড়ার পথে ব্যাটিং ছন্দটা ধরে রেখেছেন মুশফিক। গতকাল ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলার পর আজও ফিফটি করেছেন তিনি। ৪৪ বলে ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়।

মুশফিকের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৬১ রান সংগ্রহ করেছে বরিশাল। প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্যে দেওয়ার পথে অবশ্য উইকেটরক্ষক ব্যাটারকে যোগ্য সঙ্গ দিয়েছেন সৌম্য সরকার। ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৩৫.৪৮ স্ট্রাইকরেটের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন বাঁহাতি ব্যাটার। চতুর্থ উইকেটে দুজনের ৬৬ রানের জুটিতেই এই স্কোরটা পায় বরিশাল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বরিশালের। দলীয় ৫ রানের সময় মেহেদী হাসান মিরাজ ‘গোল্ডেন ডাক’ মেরে ড্রেসিংরুমে ফেরেন। এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর আগেই ৪৩ রানে ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে সৌম্যকে নিয়ে মুশফিক ম্যাচে ঘুরে দাঁড়ান। পরে সৌম্যও তাঁকে রেখে আউট হলে এক প্রান্ত আগলে রেখে দলকে ১৬১ রান এনে দেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩২ রানে ৩ উইকেট নিয়ে কুমিল্লার সেরা বোলার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে দুটি করে উইকেট নিয়েছেন রোস্টন চেজ ও ম্যাথিউ ফোর্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত