Ajker Patrika

মুশফিকের রেকর্ডের রাতের নায়ক ফোর্ড

মুশফিকের রেকর্ডের রাতের নায়ক ফোর্ড

শেষ দিকে জয়ের জন্য ১২ বলে ২২ রান প্রয়োজন ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের, হাতে ছিল ৫ উইকেট। এমন পরিস্থিতি আব্বাস আফ্রিদির হাতে বোলিং তুলে দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বোলিংটা দারুণই করলেন পাকিস্তানি পেসার আব্বাস। ১৯ তম ওভারে যদিও ৯ রান দিলেন তিনি। তবে এই ৯ রানও হয়তো দিতেন না যদি ভাগ্য সহায় থাকত। দ্বিতীয় বলে ব্যাটার খুশদিল শাহর ব্যাটের ওপর লেগে এজড হয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের মাথার ওপর দিয়ে চার পায় কুমিল্লা। তৃতীয় বলে অবশ্য কট তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু পয়েন্টে ক্যাচটা ধরতে পারলেন না বরিশালের প্রীতম কুমার।

প্রীতম ক্যাচ মিসের সঙ্গে সঙ্গে মাথায় হাত দিলেন তামিম। যেন ম্যাচ হাতছাড়াই হলো তাদের। শেষ ওভারে তাই হলো। যদিও ৬ বলে ১৩ রানের সময় খুশদিল রানআউট হন। তবে তিনি আউট হলেও ব্যাটিংয়ে নেমে দলের জয়ের নায়ক হন ম্যাথিউ ফোর্ড। শেষ ওভার করা খালেদ আহমেদের ৪ বলে অপরাজিত ১৬ রান নিয়ে কুমিল্লাকে ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। এর আগে বোলিংয়েও ২ উইকেট নিয়েছেন তিনি।

তবে প্রথম জয় পাওয়ার ম্যাচের শুরুটা ভালো ছিল না কুমিল্লার। ইনিংস শুরু করতে নেমে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান প্রথম উইকেটে ২৬ রানের জুটি গড়লেও মুহূর্তের মধ্যেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ব্যক্তিগত ১৮ রানে রিজওয়ান আউট হওয়ার পরেই বলেই ফিরে যান তাওহীদ হৃদয়ও। দুজনকেই ফেরান বরিশালের স্পিনার দুনিথ ভেল্লালাগে।

সেখান থেকে কুমিল্লা ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ইমরুল কায়েসকে ক্রিজে রেখে ফিরে যান লিটন দাস ও রোস্টন চেজও। তবে এক প্রান্ত আগলে রেখে ৫২ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিতটা ইমরুলই করে দিয়ে যান। ৪১ বলের ইনিংসটি সাজিয়েছিলেন ৩ ছক্কা ও ৪ চারে। পাঁচ নম্বর ব্যাটার হিসেবে তিনি আউট হওয়ার পর রোমাঞ্চকর জয়ের বাকি কাজটুকু সারেন জাকের আলি (২৩ *), খুশদিল (১৪) ও ফোর্ড।

এতে করে মুশফিকুর রহিমের টানা দ্বিতীয় ফিফটি ভেস্তেই গেল। সঙ্গে তামিম ইকবালকে (৩০২৪) কাটিয়ে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ডের রাতটাও স্মরণীয় হয়ে থাকল না। ৬২ রানের ইনিংসটি খেলার পথে বিপিএলে সব মিলিয়ে ৩০৩৮ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ৬ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসের ওপর ভর করেই ৯ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় বরিশাল। তবে সৌম্য সরকারের ৪২ রানের অবদানও কম নয়। কিন্তু দুজনের ইনিংসই শেষ পর্যন্ত কাজে আসল না দলের। বরিশালের এটি টানা দ্বিতীয় হার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত