Ajker Patrika

মাশরাফিদের অল্পতেই বেঁধে ফেলল রংপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫: ৩৯
মাশরাফিদের অল্পতেই বেঁধে ফেলল রংপুর

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। ফলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। তবে এমন ম্যাচেও ব্যাটিংটা একদমই ভালো হয়নি সিলেটের।

রংপুরের ঘূর্ণি জাদুতে ১২০ রানে থেমেছে সিলেটের ইনিংস। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানেই ৫ উইকেট হারায় সিলেট। তাদের বড় স্কোরের পথটা শুরুতেই সংকীর্ণ করে তোলেন রংপুরের বোলাররা। এর মধ্যে একটা রান-আউট ছাড়া বাকি চার উইকেট নিয়েছেন স্পিনাররা।

ওপেনিং নেমে ১৪ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এরপর দুই অঙ্কের ঘরে রান নিতে পারেননি চার ব্যাটার। মোহাম্মদ মিঠুন ৫, মাশরাফি বিন মুর্তজা ৬, ইয়াসির আলি রাব্বি ৯ ও জাকির হাসান ফেরেন ১ রানে। ষষ্ঠ উইকেটে বেনি হাওয়েল ও বেন কাটিং বিপর্যয় সামলিয়ে দলের স্কোর বাড়ানোর চেষ্টা করেন। ৫৬ বলে ৬৮ রানের দারুণ এক জুটিও গড়েছেন দুজনে।

১৮তম ওভারে কাটিংকে ফিরিয়ে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন পেসার রিপন মন্ডল। ৩১ বলে ৩১ রানে ফেরেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কাটিং। এরপর দ্রুত হাওয়েলকেও ফেরান রিপন। ৩৬ বলে ৪৩ রান করেছেন এই ইংলিশ ক্রিকেটার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয় সিলেট। রংপুরের স্পিনার শেখ মেহেদী ৪ ওভারে ১৮ রানের বিপরীতে ২টি, রিপনও ২টি আর একটি করে উইকেট নিয়েছেন নবী ও হাসান মুরাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত