আনন্দ দিচ্ছে বিষণ্ন পেলিক্যান
এখানের সবাই বেশ প্রাণবন্ত। বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দর্শনার্থীরা আনন্দ নিচ্ছেন। আর ভেতরে ধনেশ, কালিম, সোয়ান ও ক্রাউন ক্রেইনদের সুখী পরিবার। টুনটুনির বাসায়ও এসেছে নতুন ছানা। দাপিয়ে বেড়াচ্ছে কবুতরের দল। তবে সব ছাপিয়ে এক পাখি নজরে আসবে। একদম স্থির হয়ে বসে আছে এটি, মাঝেমধ্যেই আবার উচ্চ শব্দে রেগে ডাকাডাকি