জাকির হোসেন তপন
এখন ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর যমজ বোন’ বলা হচ্ছে তাদের।
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে কেভিন ও জ্যাকি ক্লেমেন্ট দম্পতি ২০১০ সালের ৭ জুলাই দুটি সন্তান লাভ করেন। আভা মেরি ও লিয়াহ রোজ ক্লেমেন্ট সময়ের প্রায় ৩৩ দিন আগেই পৃথিবীতে চলে এসেছিল। বেশি দিন লাগেনি, পরিবার ও কাছের মানুষেরা লক্ষ করলেন যে এই দুই শিশুর চেহারায়, গঠনে স্বাভাবিকের চেয়ে বেশি কিছু যেন আছে। মসৃণ ত্বক, রেশম কোমল চুল, যা খুব সহজলভ্য নয়, সবুজাভ চোখ—দুই বোনের চেহারা একেবারে হুবহু এক। এসবের জন্য আভা মেরি ও লিয়াহ রোজ শৈশব থেকেই অনেক বেশি প্রশংসা পেয়ে এসেছে। তাদের এক বড় ভাই আছে, তার নাম চেস রবার্ট। সে মডেলিং করে।
ছয় মাস বয়সেই এই দুই বোন বিজ্ঞাপনের জন্য ডাক পায়। তবে একবারই, মা-বাবা আর চাননি ওরা এখনই বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে যাক। তিনটি শিশুর যথাযথ লালন-পালন, ঘর সামলানো—এসব নিয়ে জ্যাকি ভীষণ রকমের ব্যস্ত হয়ে পড়েন। আর মনে মনে তাঁর শিশুদের মডেলিংয়ের বিষয়ে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষায় থাকেন।
আভা মেরি ও লিয়াহ রোজ জন্মদিন ৭/৭। অর্থাৎ জুলাই মাসের ৭ তারিখ। তাদের মা জ্যাকি মনে করেন, ৭ ওদের জন্য লাকি সংখ্যা। তাই ওদের সাত বছর বয়সে আবার মডেলিংয়ের কথাটা ভাবা হয়। ঘটনাচক্রে জ্যাকির প্রতিবেশী সে সময় তাঁর বুটিক শপের জন্য মডেল খুঁজছিলেন। সে সুযোগে আভা আর লিয়াহ এই বুটিক শপের মডেলিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। এ ছাড়া আরও দুটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে তাদের চুক্তি হয়।
আভা ও লিয়াহকে এখন নাচ ও সাঁতার শেখানোর পাশাপাশি মডেলিংয়ের জন্যও খানিকটা সময় বের করে নিতে হবে! দুই বোন কিন্তু ব্যাপারটাতে দারুণ উৎসাহ পায়। তবে প্রফেশনাল মডেলিংয়ের জন্য ভারী মেকআপ, বিশেষ পোশাক তাদের স্বাভাবিক জীবনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তাদের মা জ্যাকি এগুলোর সমাধান করে দিলেন খুব হালকা আর ন্যাচারাল ‘মেকআপ’ দিয়ে। এরপর খুব দ্রুতই তারা সামাজিক যোগাযোগমাধ্যমের বিশালসংখ্যক মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এ বছরের মে মাস পর্যন্ত ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে যায়।
আভা ও লিয়াহর বাবা কেভিন ক্লেমেন্টস (৪১) বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক পাওয়া একজন অ্যাথলেট ও সাঁতার প্রশিক্ষক। দুর্ভাগ্যক্রমে ২০১৯ সালে তিনি বিরল প্রকৃতির ক্যানসারে আক্রান্ত হন। কেভিনের চিকিৎসার অংশ হিসেবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। দুই বোন তাদের ইনস্টাগ্রামে বোন ম্যারো ম্যাচের সন্ধানে আবেদন জানাল। ডিকেএমএস নামে একটি সংস্থা তাদের সহায়তায় এগিয়ে আসে। সিটি অব হোপ ন্যাশনাল মেডিকেল সেন্টারে তাঁর সফল ট্রান্সপ্লান্ট হয়। তিন সপ্তাহ পরে কেভিন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন।
সুন্দর মুখের জয় সবখানে। পৃথিবীর সবচেয়ে সুন্দর যমজ বোন আভা মেরি ও লিয়াহ রোজ তাদের সৌন্দর্যের আভা ছড়িয়ে সুস্থ করে তুলেছে তাদের বাবাকে।
লেখক: সংগীতশিল্পী, ছবি ও তথ্য: আপারস ডটকম ও ইনস্টাগ্রাম
এখন ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর যমজ বোন’ বলা হচ্ছে তাদের।
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে কেভিন ও জ্যাকি ক্লেমেন্ট দম্পতি ২০১০ সালের ৭ জুলাই দুটি সন্তান লাভ করেন। আভা মেরি ও লিয়াহ রোজ ক্লেমেন্ট সময়ের প্রায় ৩৩ দিন আগেই পৃথিবীতে চলে এসেছিল। বেশি দিন লাগেনি, পরিবার ও কাছের মানুষেরা লক্ষ করলেন যে এই দুই শিশুর চেহারায়, গঠনে স্বাভাবিকের চেয়ে বেশি কিছু যেন আছে। মসৃণ ত্বক, রেশম কোমল চুল, যা খুব সহজলভ্য নয়, সবুজাভ চোখ—দুই বোনের চেহারা একেবারে হুবহু এক। এসবের জন্য আভা মেরি ও লিয়াহ রোজ শৈশব থেকেই অনেক বেশি প্রশংসা পেয়ে এসেছে। তাদের এক বড় ভাই আছে, তার নাম চেস রবার্ট। সে মডেলিং করে।
ছয় মাস বয়সেই এই দুই বোন বিজ্ঞাপনের জন্য ডাক পায়। তবে একবারই, মা-বাবা আর চাননি ওরা এখনই বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে যাক। তিনটি শিশুর যথাযথ লালন-পালন, ঘর সামলানো—এসব নিয়ে জ্যাকি ভীষণ রকমের ব্যস্ত হয়ে পড়েন। আর মনে মনে তাঁর শিশুদের মডেলিংয়ের বিষয়ে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষায় থাকেন।
আভা মেরি ও লিয়াহ রোজ জন্মদিন ৭/৭। অর্থাৎ জুলাই মাসের ৭ তারিখ। তাদের মা জ্যাকি মনে করেন, ৭ ওদের জন্য লাকি সংখ্যা। তাই ওদের সাত বছর বয়সে আবার মডেলিংয়ের কথাটা ভাবা হয়। ঘটনাচক্রে জ্যাকির প্রতিবেশী সে সময় তাঁর বুটিক শপের জন্য মডেল খুঁজছিলেন। সে সুযোগে আভা আর লিয়াহ এই বুটিক শপের মডেলিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। এ ছাড়া আরও দুটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে তাদের চুক্তি হয়।
আভা ও লিয়াহকে এখন নাচ ও সাঁতার শেখানোর পাশাপাশি মডেলিংয়ের জন্যও খানিকটা সময় বের করে নিতে হবে! দুই বোন কিন্তু ব্যাপারটাতে দারুণ উৎসাহ পায়। তবে প্রফেশনাল মডেলিংয়ের জন্য ভারী মেকআপ, বিশেষ পোশাক তাদের স্বাভাবিক জীবনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তাদের মা জ্যাকি এগুলোর সমাধান করে দিলেন খুব হালকা আর ন্যাচারাল ‘মেকআপ’ দিয়ে। এরপর খুব দ্রুতই তারা সামাজিক যোগাযোগমাধ্যমের বিশালসংখ্যক মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এ বছরের মে মাস পর্যন্ত ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে যায়।
আভা ও লিয়াহর বাবা কেভিন ক্লেমেন্টস (৪১) বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক পাওয়া একজন অ্যাথলেট ও সাঁতার প্রশিক্ষক। দুর্ভাগ্যক্রমে ২০১৯ সালে তিনি বিরল প্রকৃতির ক্যানসারে আক্রান্ত হন। কেভিনের চিকিৎসার অংশ হিসেবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। দুই বোন তাদের ইনস্টাগ্রামে বোন ম্যারো ম্যাচের সন্ধানে আবেদন জানাল। ডিকেএমএস নামে একটি সংস্থা তাদের সহায়তায় এগিয়ে আসে। সিটি অব হোপ ন্যাশনাল মেডিকেল সেন্টারে তাঁর সফল ট্রান্সপ্লান্ট হয়। তিন সপ্তাহ পরে কেভিন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন।
সুন্দর মুখের জয় সবখানে। পৃথিবীর সবচেয়ে সুন্দর যমজ বোন আভা মেরি ও লিয়াহ রোজ তাদের সৌন্দর্যের আভা ছড়িয়ে সুস্থ করে তুলেছে তাদের বাবাকে।
লেখক: সংগীতশিল্পী, ছবি ও তথ্য: আপারস ডটকম ও ইনস্টাগ্রাম
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫