নেট দুনিয়ায় ভাইরাল এক অদ্ভুত ভিডিও! জলজ্যান্ত কাঁকড়া ঢুকেছে এক নারীর কানের ভেতরে। সমুদ্রে ডুবসাঁতারের সময় কোনোভাবে কানে ঢুকে যায় ছোট্ট কাঁকড়াটি।
এ ঘটনার ভিডিও টিকটকে শেয়ার করেছেন এক ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন, ‘পুয়ের্তো রিকোর সান জুয়ানে স্নরকেলিং; বদমাশ কাঁকড়া।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, লাখো দর্শক দেখেছে ভিডিওটি। শুনতে মজার মনে হলেও দর্শকদের রীতিমতো আতঙ্কিত করেছে ওই ঘটনা। ভিডিওতে দেখে যায়, একজন বারবার কানে ঢুকে পড়া কাঁকড়াটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সরু চিমটা ব্যবহার করে কান থেকে কাঁকড়াটি বের করে আনার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। অনেক চেষ্টার পর অবশেষে কাঁকড়াটি কান থেকে বেরিয়ে আসে।
ভিডিওতে স্পষ্ট যে ওই নারী যথেষ্ট ভয়ের মধ্যে ছিলেন সারাক্ষণ। বিরক্তি আর ভয়ে ‘এটা কি?’ বলে চিৎকার করতে থাকেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে ভাইরাল ভিডিওটির। অনেকেই মন্তব্য করেছেন, ‘ঘটনাটি রীতিমতো ভয়ের’, এ ছাড়া দেখার পরে অনেকের পানিতে নামতেও আতঙ্ক দেখা দিয়েছে।
নেট দুনিয়ায় ভাইরাল এক অদ্ভুত ভিডিও! জলজ্যান্ত কাঁকড়া ঢুকেছে এক নারীর কানের ভেতরে। সমুদ্রে ডুবসাঁতারের সময় কোনোভাবে কানে ঢুকে যায় ছোট্ট কাঁকড়াটি।
এ ঘটনার ভিডিও টিকটকে শেয়ার করেছেন এক ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন, ‘পুয়ের্তো রিকোর সান জুয়ানে স্নরকেলিং; বদমাশ কাঁকড়া।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, লাখো দর্শক দেখেছে ভিডিওটি। শুনতে মজার মনে হলেও দর্শকদের রীতিমতো আতঙ্কিত করেছে ওই ঘটনা। ভিডিওতে দেখে যায়, একজন বারবার কানে ঢুকে পড়া কাঁকড়াটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সরু চিমটা ব্যবহার করে কান থেকে কাঁকড়াটি বের করে আনার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। অনেক চেষ্টার পর অবশেষে কাঁকড়াটি কান থেকে বেরিয়ে আসে।
ভিডিওতে স্পষ্ট যে ওই নারী যথেষ্ট ভয়ের মধ্যে ছিলেন সারাক্ষণ। বিরক্তি আর ভয়ে ‘এটা কি?’ বলে চিৎকার করতে থাকেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে ভাইরাল ভিডিওটির। অনেকেই মন্তব্য করেছেন, ‘ঘটনাটি রীতিমতো ভয়ের’, এ ছাড়া দেখার পরে অনেকের পানিতে নামতেও আতঙ্ক দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এক বুগাতি ভেরনের মালিক দেখিয়ে দিলেন, বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই সুপারকারও তুলনামূলক কম খরচে সচল রাখা সম্ভব। বুগাতির আসল চাকা ও টায়ার বদলাতে যেখানে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলারের মতো খরচ হয়, সেখানে তিনি মাত্র ৫ হাজার ডলারেরও কম খরচে সমাধান করে ফেলেছেন।
৬ ঘণ্টা আগেস্পেনে ঘটেছে এক আজব কাণ্ড। ছোট্ট এক শিশুকে কোলে বসিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছেন বাবা, তার সঙ্গে আবার বিয়ারের গ্লাসও ধরিয়ে দেওয়া হচ্ছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রীতিমতো ঝড় উঠেছে। পুলিশও এখন হন্যে হয়ে খুঁজছে সেই বাবাকে।
১ দিন আগেপ্রথমে জিন সন্দিহান ছিলেন, কিন্তু বিক্রয়কর্মী তাঁকে আশ্বস্ত করেন। জিন বলেন, ‘তিনি বলেছিলেন, যদি দুই মাসের মধ্যে বিক্রি না হয়, সব টাকা ফেরত দেওয়া হবে।’
৪ দিন আগেডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
৫ দিন আগে