বউ বিক্রি করে স্মার্টফোন, কিশোর গ্রেপ্তার
ওই নারীর বয়স ২৬ বছর। রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বারান জেলা থেকে ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। জেলাটি মধ্যপ্রদেশের সীমান্তবর্তী। পুলিশ জানায়, ওই নারীকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল। কারণ গ্রামের লোকেরা বলছিল, ওই নারীকে তাঁরা টাকা দিয়ে কিনে এনেছেন। তাঁকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিলেন না তাঁরা।