Ajker Patrika

সামাজিক নিরাপত্তার অভাবেই বাল্যবিবাহ বাড়ছে

ভোলা প্রতিনিধি
সামাজিক নিরাপত্তার অভাবেই বাল্যবিবাহ বাড়ছে

সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপকহারে বেড়েছে বাল্যবিবাহ। বিশেষ করে করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় বাল্যবিবাহের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ থেকে রক্ষা পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আজ মঙ্গলবার সকালে ভোলা জেলা পরিষদ সভা কক্ষে 'আমাদের প্রজন্ম, প্রযুক্তির প্রজন্ম' শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। 

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশীলনের টিম ম্যানেজার মো. রফিকুল বাহার ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আবু সালেহ্। সেমিনারে সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলার কিশোরী মুন্নী বেগম। এছাড়া আরও বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার নারী পুলিশ খালেদা বেগম, তজুমদ্দিন উপজেলার মোকলেছুর রহমান, পিন্টু আক্তার খালেদা প্রমুখ। 

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় দৌলতখান বালিকা উচ্চ বিদ্যালয় ও দৌলতখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জারি গান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। 

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার। অনুষ্ঠানে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের আওতায় কারিগরি সহায়তা করে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আর্থিক সহায়তা করে গ্লোবাল অ্যাফেয়ার্স। সেমিনারে ভোলা সদর উপজেলা ছাড়াও দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার কিশোর-কিশোরী ও তাঁদের অভিবাবকরা অংশ নেয়।      

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত