Ajker Patrika

বাল্যবিবাহ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ২৩
বাল্যবিবাহ রোধে  ব্রাহ্মণবাড়িয়ায়  আলোচনা সভা

বাল্যবিবাহ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘পলিসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারিতে ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর পিফোরডি প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এই পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন উপসচিব ও পিফোরডি প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. মোখলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) মো. মাঈন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুননিসা। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল তুলে ধরে তা প্রতিরোধের জন্য বিভিন্ন সুপারিশ পেশ করেন।

ডায়ালগের সূচনা বক্তব্য দেন পিফোরডি প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ান। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু সভাপতিত্বে বাল্যবিবাহের ওপর পজিশন পেপার উপস্থাপন করেন গবেষক নেহার রঞ্জন সরকার।

মুক্ত আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ওসি মো. এমরানুল ইসলাম, অধ্যক্ষ সোপানুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজম হাজারী আঙ্গুর, আল আমিনুল হক পাভেল, পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত