নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিবাহ নিবন্ধন ও বিচ্ছেদের তথ্য সংরক্ষণ করতে ‘বন্ধন’ নামে নতুন একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করছে সরকার। বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করবে এই প্ল্যাটফর্ম। এখানে বিবাহ ও নিকাহর তথ্য দিতে হবে কাজিদের। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত ‘বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সভায় এসব তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার বিকেলে রাজধানীর ব্রাক সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিবাহ ও নিকাহ ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে কাজ করছি। এ জন্য ‘বন্ধন ডট জিওবি’ নামে একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। খুব শিগগিরই এই সিস্টেমটি চালু হবে। সেখানে বিবাহ ও নিকাহ হওয়ার পর কাজিদের পাত্র-পাত্রী বা বিচ্ছেদ হওয়া ব্যক্তিদের বিভিন্ন তথ্য সংযুক্ত করতে হবে।’
প্রতিমন্ত্রী জানান, বন্ধন প্ল্যাটফর্মে ডিজিটাল ভেরিফিকেশন আইডি থাকবে। এর মাধ্যমে বিয়ে নিবন্ধন পদ্ধতি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা হচ্ছে। এভাবে প্রযুক্তির মধ্য দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী।
সভায় ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের ডিআইজি মোহাম্মদ তাবারক উল্লাহ জানান, এখন পর্যন্ত ৯৯৯-নম্বরে ফোনকলের মাধ্যমে ১১ হাজার ৬৬৮টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘সফলতার সঙ্গে আমরা বাল্যবিয়ে প্রতিরোধ করছি। তবে রাতের বেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পেতে বেগ পোহাতে হয়। সে ক্ষেত্রে আমরা পুলিশ দিয়ে বিয়ে বন্ধ করাই। বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার আইন সহজ দরকার।’
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের মানসিকতা পরিবর্তন জরুরি। আমাদের কন্যাশিশুকে বোঝা হিসেবে না দেখে শক্তি হিসেবে ভাবতে হবে।’
সভায় মূল উপস্থাপনা তুলে ধরে ব্র্যাকের কর্মকর্তা তাকবির হুদা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম আইনত অপরাধ। কিন্তু অভিভাবকদের এ ক্ষেত্রে সম্মতি থাকায় এই অপরাধগুলো আরও বেড়ে যায়। দারিদ্র্যতা এর একটি কারণ। তিনি শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এ সভায় ব্র্যাকের পরিচালক নবনীতা চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নোভা আহমেদসহ অনেকই বক্তব্য দেন।
বিবাহ নিবন্ধন ও বিচ্ছেদের তথ্য সংরক্ষণ করতে ‘বন্ধন’ নামে নতুন একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করছে সরকার। বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করবে এই প্ল্যাটফর্ম। এখানে বিবাহ ও নিকাহর তথ্য দিতে হবে কাজিদের। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত ‘বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক সভায় এসব তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার বিকেলে রাজধানীর ব্রাক সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিবাহ ও নিকাহ ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে কাজ করছি। এ জন্য ‘বন্ধন ডট জিওবি’ নামে একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। খুব শিগগিরই এই সিস্টেমটি চালু হবে। সেখানে বিবাহ ও নিকাহ হওয়ার পর কাজিদের পাত্র-পাত্রী বা বিচ্ছেদ হওয়া ব্যক্তিদের বিভিন্ন তথ্য সংযুক্ত করতে হবে।’
প্রতিমন্ত্রী জানান, বন্ধন প্ল্যাটফর্মে ডিজিটাল ভেরিফিকেশন আইডি থাকবে। এর মাধ্যমে বিয়ে নিবন্ধন পদ্ধতি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা হচ্ছে। এভাবে প্রযুক্তির মধ্য দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী।
সভায় ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের ডিআইজি মোহাম্মদ তাবারক উল্লাহ জানান, এখন পর্যন্ত ৯৯৯-নম্বরে ফোনকলের মাধ্যমে ১১ হাজার ৬৬৮টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘সফলতার সঙ্গে আমরা বাল্যবিয়ে প্রতিরোধ করছি। তবে রাতের বেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পেতে বেগ পোহাতে হয়। সে ক্ষেত্রে আমরা পুলিশ দিয়ে বিয়ে বন্ধ করাই। বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার আইন সহজ দরকার।’
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের মানসিকতা পরিবর্তন জরুরি। আমাদের কন্যাশিশুকে বোঝা হিসেবে না দেখে শক্তি হিসেবে ভাবতে হবে।’
সভায় মূল উপস্থাপনা তুলে ধরে ব্র্যাকের কর্মকর্তা তাকবির হুদা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম আইনত অপরাধ। কিন্তু অভিভাবকদের এ ক্ষেত্রে সম্মতি থাকায় এই অপরাধগুলো আরও বেড়ে যায়। দারিদ্র্যতা এর একটি কারণ। তিনি শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এ সভায় ব্র্যাকের পরিচালক নবনীতা চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নোভা আহমেদসহ অনেকই বক্তব্য দেন।
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
৯ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
৯ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
৯ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
১১ ঘণ্টা আগে