স্ত্রীকে এক বৃদ্ধের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে ভারতের ওডিশা রাজ্যের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই কিশোর বিয়ের মাত্র এক মাসের মাথায় তার স্ত্রীকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
রাজস্থান রাজ্যে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে এই কাণ্ড ঘটায় ওই কিশোর।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বয়স ২৬ বছর। রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বারান জেলা থেকে ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। জেলাটি মধ্যপ্রদেশের সীমান্তবর্তী। পুলিশ জানায়, ওই নারীকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল। কারণ, গ্রামের লোকেরা বলছিল, ওই নারীকে তারা টাকা দিয়ে কিনে এনেছে। তাঁকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না তারা।
ওডিশা রাজ্যের বালাঙ্গীর জেলার বেলপাড়া পুলিশ স্টেশনের ভারতপ্রাপ্ত পরিদর্শক বুলু মুন্ডা বলেন, গত জুলাইয়ে ওই কিশোরের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। আগস্টে তারা কাজের সন্ধানে ঝাঁসি ও রাইপুর হয়ে রাজস্থানে যায়। সেখানে একটি ইটভাটায় কাজ নেয় তারা। কাজ পাওয়ার কয়েক দিন পরই ১৭ বছর বয়সী ওই কিশোর তার স্ত্রীকে ৫৫ বছর বয়সী এক লোকের কাছে ১ লাখ ৮০ হাজার রুপিতে বিক্রি করে দেয়। ওই ব্যক্তির বাড়ি বারান জেলায়।
এই টাকা নিয়ে ওই কিশোর ভালো খাবার কিনে খেয়েছে এবং একটি স্মার্টফোন কিনেছে। পরে গ্রামে ফিরে এলে শ্বশুরবাড়ির লোকেরা যখন মেয়ের খোঁজ করে তখন সে বলেছে, স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।
কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তার কথা বিশ্বাস করেনি। তারা পুলিশে অভিযোগ দেয়। এরপর পুলিশ ওই কিশোরের কল রেকর্ড পরীক্ষা করলে সন্দেহ ঘনীভূত হয়।
পুলিশ কর্মকর্তা বুলু মুণ্ডা বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হই সে স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। এরপর মেয়েটিকে খুঁজতে রাজস্থানে পুলিশের একটি টিম পাঠানো হয়। কিন্তু গ্রামের লোকজন ওই নারীকে ছাড়ছিল না। তারা বলছিল, এই মেয়েকে তারা ১ লাখ ৮০ হাজার রুপিতে কিনে এনেছে।’ তাঁকে ফিরিয়ে আনতে খুব বেগ পেতে হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
গত শুক্রবার ওই কিশোরকে আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
স্ত্রীকে এক বৃদ্ধের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে ভারতের ওডিশা রাজ্যের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই কিশোর বিয়ের মাত্র এক মাসের মাথায় তার স্ত্রীকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
রাজস্থান রাজ্যে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে এই কাণ্ড ঘটায় ওই কিশোর।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বয়স ২৬ বছর। রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বারান জেলা থেকে ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। জেলাটি মধ্যপ্রদেশের সীমান্তবর্তী। পুলিশ জানায়, ওই নারীকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল। কারণ, গ্রামের লোকেরা বলছিল, ওই নারীকে তারা টাকা দিয়ে কিনে এনেছে। তাঁকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না তারা।
ওডিশা রাজ্যের বালাঙ্গীর জেলার বেলপাড়া পুলিশ স্টেশনের ভারতপ্রাপ্ত পরিদর্শক বুলু মুন্ডা বলেন, গত জুলাইয়ে ওই কিশোরের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। আগস্টে তারা কাজের সন্ধানে ঝাঁসি ও রাইপুর হয়ে রাজস্থানে যায়। সেখানে একটি ইটভাটায় কাজ নেয় তারা। কাজ পাওয়ার কয়েক দিন পরই ১৭ বছর বয়সী ওই কিশোর তার স্ত্রীকে ৫৫ বছর বয়সী এক লোকের কাছে ১ লাখ ৮০ হাজার রুপিতে বিক্রি করে দেয়। ওই ব্যক্তির বাড়ি বারান জেলায়।
এই টাকা নিয়ে ওই কিশোর ভালো খাবার কিনে খেয়েছে এবং একটি স্মার্টফোন কিনেছে। পরে গ্রামে ফিরে এলে শ্বশুরবাড়ির লোকেরা যখন মেয়ের খোঁজ করে তখন সে বলেছে, স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।
কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তার কথা বিশ্বাস করেনি। তারা পুলিশে অভিযোগ দেয়। এরপর পুলিশ ওই কিশোরের কল রেকর্ড পরীক্ষা করলে সন্দেহ ঘনীভূত হয়।
পুলিশ কর্মকর্তা বুলু মুণ্ডা বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হই সে স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। এরপর মেয়েটিকে খুঁজতে রাজস্থানে পুলিশের একটি টিম পাঠানো হয়। কিন্তু গ্রামের লোকজন ওই নারীকে ছাড়ছিল না। তারা বলছিল, এই মেয়েকে তারা ১ লাখ ৮০ হাজার রুপিতে কিনে এনেছে।’ তাঁকে ফিরিয়ে আনতে খুব বেগ পেতে হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
গত শুক্রবার ওই কিশোরকে আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫