ড্রয়ে আরও জটিল মেসিদের শিরোপা জয়ের স্বপ্ন
‘মনে হচ্ছে কেউ লা লিগা জিততে চাইছে না!’—এবারের লা-লিগা যেভাবে শেষ হতে যাচ্ছে গ্যারি লিনেকার কথাটাই যথার্থই মনে হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ শেষ দিকে জিততেই যেন ভুলে গেছে! সর্বশেষ, কাল রাতে প্রায় জেতা ম্যাচটা বার্সা লেভান্তের সঙ্গে ড্র করেছে ৩–৩ গোলে।