ঢাকা: ‘মনে হচ্ছে কেউ লা লিগা জিততে চাইছে না!’—এবারের লা-লিগা যেভাবে শেষ হতে যাচ্ছে গ্যারি লিনেকারের কথাটাই যথার্থই মনে হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ শেষ দিকে জিততেই যেন ভুলে গেছে! সর্বশেষ, কাল রাতে প্রায় জেতা ম্যাচটা বার্সা লেভান্তের সঙ্গে ড্র করেছে ৩–৩ গোলে।
তার আগে বার্সা আতলেতিকোর সঙ্গে করেছে গোলশূন্য ড্র। রিয়াল-সেভিয়া ম্যাচ ২-২ ড্র। ফলগুলোই যেন লিনেকারের কথাই মনে করিয়ে দিচ্ছে, ‘কেউ জিততে চাইছে না!’ কাল ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে প্রথমার্ধে লেভান্তের বিপক্ষে ২-০ তে এগিয়ে থেকেও মেসিরা ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি। রিয়ালকে টপকে দুইয়ে উঠলেও শিরোপা জয়ের হিসাব-নিকাশ আরও জটিল হয়েছে কাতালানদের। এই ড্রয়ে উপকার হয়েছে আসলে দুই ‘মাদ্রিদে’র।
কাল শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া করে বার্সা। ২ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করতে না পারা পেদ্রি ৫ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করেন। যেখানে পূর্ণ কৃতিত্ব লেভান্তে গোলরক্ষক আইতোর ফার্নান্দেজের। দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পেদ্রির শট। ২১ মিনিট নিজেদের ভুলেই গোলের সুযোগ হারায় লেভান্তে। ২৫ মিনিটে বার্সাকে ১–০ করে দেন মেসি। জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ের জাদুতে লক্ষ্যভেদ করেন বার্সার আর্জেন্টাইন তারকা । ৩১ মিনিটে টের স্টেগেনের দক্ষতায় আরও একবার রক্ষা পায় বার্সা। বারবার সুযোগ মিস করা পেদ্রি এবার আর ভুল করেননি। ৩৪ মিনিটে দেম্বেলের সহায়তায় আলতো করে গোলপোস্টের দিকে বাড়িয়ে দিয়ে বার্সাকে ২-০ তে এগিয়ে নেন এই ডিফেন্ডার।
প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আক্রমণে ভড়কে যায়। কিছুটা দুর্বল হয়ে পড়ে বার্সার রক্ষণভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ রঙ্গরসিকতাও হচ্ছে—বার্সা ডিফেন্ডাররা নাকি মাঠে ‘সামাজিক দূরত্ব বজায় রাখছেন’! আর এই সুযোগে দুই গোল করে সমতায় ফেরে লেভান্তে। ৫৭ মিনিটে মিরামনের ক্রসে হোসে লুইস মোরেলস না পারলেও গনসালো মেরেলো ঠিকই ফাঁকি দেন টের স্টেগেনকে। ২ মিনিট পর মোরেলসের গোলেই সমতায় ফেরে লেভান্তে।
৬৪ মিনিটে বার্সাসমর্থকদের মুখ হাসি ফোটান দেম্বেলে। গ্রিজমানের সহায়তায় বার্সাকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। বার্সার এ আনন্দ অবশ্য ক্ষণিকের জন্য। ৮৩ মিনিটে লেভান্তেকে সমতায় ফেরান সার্জিও লিওঁ।
৩-৩ গোলে ড্র করে ৩৬ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এসেছে কাতালানরা। তাতে আরও জটিল হয়েছে শিরোপা জয়ের সমীকরণ। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আতলেতিকো। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শিরোপা জিততে হলে বার্সাকে দুটো ম্যাচ জিততে তো হবেই। একই সঙ্গে চাইতে হবে দুই মাদ্রিদের পরাজয়ও।
বার্সার বাকি দুই প্রতিপক্ষ সেল্টা ভিগো আর এইবার। কাগজে–কলমে মৃদু আশা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সমীকরণে মেসিদের শিরোপার স্বপ্ন ম্রিয়মান হয়েছে অনেকটাই।
ঢাকা: ‘মনে হচ্ছে কেউ লা লিগা জিততে চাইছে না!’—এবারের লা-লিগা যেভাবে শেষ হতে যাচ্ছে গ্যারি লিনেকারের কথাটাই যথার্থই মনে হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ শেষ দিকে জিততেই যেন ভুলে গেছে! সর্বশেষ, কাল রাতে প্রায় জেতা ম্যাচটা বার্সা লেভান্তের সঙ্গে ড্র করেছে ৩–৩ গোলে।
তার আগে বার্সা আতলেতিকোর সঙ্গে করেছে গোলশূন্য ড্র। রিয়াল-সেভিয়া ম্যাচ ২-২ ড্র। ফলগুলোই যেন লিনেকারের কথাই মনে করিয়ে দিচ্ছে, ‘কেউ জিততে চাইছে না!’ কাল ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে প্রথমার্ধে লেভান্তের বিপক্ষে ২-০ তে এগিয়ে থেকেও মেসিরা ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি। রিয়ালকে টপকে দুইয়ে উঠলেও শিরোপা জয়ের হিসাব-নিকাশ আরও জটিল হয়েছে কাতালানদের। এই ড্রয়ে উপকার হয়েছে আসলে দুই ‘মাদ্রিদে’র।
কাল শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া করে বার্সা। ২ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করতে না পারা পেদ্রি ৫ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করেন। যেখানে পূর্ণ কৃতিত্ব লেভান্তে গোলরক্ষক আইতোর ফার্নান্দেজের। দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পেদ্রির শট। ২১ মিনিট নিজেদের ভুলেই গোলের সুযোগ হারায় লেভান্তে। ২৫ মিনিটে বার্সাকে ১–০ করে দেন মেসি। জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ের জাদুতে লক্ষ্যভেদ করেন বার্সার আর্জেন্টাইন তারকা । ৩১ মিনিটে টের স্টেগেনের দক্ষতায় আরও একবার রক্ষা পায় বার্সা। বারবার সুযোগ মিস করা পেদ্রি এবার আর ভুল করেননি। ৩৪ মিনিটে দেম্বেলের সহায়তায় আলতো করে গোলপোস্টের দিকে বাড়িয়ে দিয়ে বার্সাকে ২-০ তে এগিয়ে নেন এই ডিফেন্ডার।
প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আক্রমণে ভড়কে যায়। কিছুটা দুর্বল হয়ে পড়ে বার্সার রক্ষণভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ রঙ্গরসিকতাও হচ্ছে—বার্সা ডিফেন্ডাররা নাকি মাঠে ‘সামাজিক দূরত্ব বজায় রাখছেন’! আর এই সুযোগে দুই গোল করে সমতায় ফেরে লেভান্তে। ৫৭ মিনিটে মিরামনের ক্রসে হোসে লুইস মোরেলস না পারলেও গনসালো মেরেলো ঠিকই ফাঁকি দেন টের স্টেগেনকে। ২ মিনিট পর মোরেলসের গোলেই সমতায় ফেরে লেভান্তে।
৬৪ মিনিটে বার্সাসমর্থকদের মুখ হাসি ফোটান দেম্বেলে। গ্রিজমানের সহায়তায় বার্সাকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। বার্সার এ আনন্দ অবশ্য ক্ষণিকের জন্য। ৮৩ মিনিটে লেভান্তেকে সমতায় ফেরান সার্জিও লিওঁ।
৩-৩ গোলে ড্র করে ৩৬ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এসেছে কাতালানরা। তাতে আরও জটিল হয়েছে শিরোপা জয়ের সমীকরণ। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আতলেতিকো। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শিরোপা জিততে হলে বার্সাকে দুটো ম্যাচ জিততে তো হবেই। একই সঙ্গে চাইতে হবে দুই মাদ্রিদের পরাজয়ও।
বার্সার বাকি দুই প্রতিপক্ষ সেল্টা ভিগো আর এইবার। কাগজে–কলমে মৃদু আশা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সমীকরণে মেসিদের শিরোপার স্বপ্ন ম্রিয়মান হয়েছে অনেকটাই।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে