ঢাকা: রোমাঞ্চ ও উত্তেজনার পারদ চূড়ায় তুলে শেষ হয়েছে ইউরোপীয় শীর্ষ লিগের লড়াই। মৌসুমজুড়ে লিগগুলোয় অনেক তারকা নিজেদের সেরাটা উপহার দিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ লিগের শীর্ষ পাঁচ ফুটবলারকে নিয়ে এই আয়োজন। যাঁরা আসলে গড়ে দিয়েছেন পার্থক্য।
রুবিন দিয়াজ (সিটি)
এক মৌসুম বিরতির পর ফের প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমজুড়ে সিটির আক্রমণ ভাগের মতো রক্ষণও ছিল উজ্জ্বল। তবে আলাদাভাবে বলতে হয় পর্তুগিজ সেন্টার ব্যাক রুবিন দিয়াজের কথা। রক্ষণে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ কার্যকারিতা দেখিয়েছেন দিয়াজ। সদ্য শেষ হওয়া মৌসুমে ৫৪ শতাংশ সফল ট্যাকেল করেছেন দিয়াজ, বল ক্লিয়ার করেছেন ৯০টি। এমনকি ডুয়েল জিতেছেন ১১১ বার।
রুমেলো লুকাকু (ইন্টার)
১১ বছর পর সিরি ‘আ’ শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। ইতালিতে জুভেন্টাস–রাজত্ব শেষ করতে মৌসুমজুড়ে ধারাবাহিক ছিল ইন্টার। দলের তারকা খেলোয়াড়েরাও দারুণভাবে মেলে ধরেছিলেন নিজেদের। যেখানে সবার আগে বলতে হয় রোমেলু লুকাকুর কথা। গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর (২৯) চেয়ে পিছিয়ে দুই নম্বরে ছিলেন এই বেলজিয়ান স্ট্রাইকার (২৪)। কিন্তু ফল বিবেচনায় রোনালদোর চেয়ে অনেক বেশি কার্যকর ছিলেন।
লুইস সুয়ারেজ (লা লিগা)
বার্সেলোনা থেকে ফুরিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে বের করে দেওয়া হয় তাঁকে। আতলেতিকো মাদ্রিদকে শিরোপা জিতিয়ে সেই অবহেলার জবাব দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। অবশ্য শিরোপা জয়ে এককভাবে সুয়ারেজকে কৃতিত্ব দেওয়া বাকিদের ওপর অন্যায় হবে। পিছিয়ে রাখা যাবে না এক শর বেশি গোল বাঁচানো জান ওবলাককেও। তবে সুয়ারেজ নিজের ওপর সব আলো টেনে নিয়েছেন শেষ দুই ম্যাচ দিয়ে। দুই ম্যাচের একটিতে পা ফসকালে শিরোপা হাতছাড়া হতে পারত। সেখানে দুটি ম্যাচেই আতলেতিকোর জয়সূচক গোল এসেছে সুয়ারেজের পা থেকে।
রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন)
বুন্দেসলিগার সেরা খেলোয়াড় খুঁজে নিতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি। রেকর্ড গড়া মৌসুমে রবার্ট লেভানডফস্কি নিশ্চিতভাবেই সবার ওপরে থাকবেন। বায়ার্নের টানা নবম লিগ শিরোপা জয়ের পথে লেভা গোল করেছেন ৪১টি। এ পথে ভেঙেছেন কিংবদন্তি জার্ড মুলারের গড়া রেকর্ডও। মৌসুমের মাঝামাঝি সময়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। না হলে এই সংখ্যা হয়তো আরও অনেক বেশি হতো।
সভেন বটমান (লিল)
প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) পেছনে ফেলে লিগ ওয়ানের শিরোপা জিতেছে লিল। দলীয় নৈপুণ্য লিলকে সহায়তা করেছে শিরোপা জয়ে। কিন্তু এর মাঝেও একজন ডিফেন্ডারের কথা আলাদাভাবে বলতে হয়। তিনি সভেন বটমান। ২১ বছর বয়সী ডাচম্যান রক্ষণে পথ দেখিয়েছেন লিলকে।
ঢাকা: রোমাঞ্চ ও উত্তেজনার পারদ চূড়ায় তুলে শেষ হয়েছে ইউরোপীয় শীর্ষ লিগের লড়াই। মৌসুমজুড়ে লিগগুলোয় অনেক তারকা নিজেদের সেরাটা উপহার দিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ লিগের শীর্ষ পাঁচ ফুটবলারকে নিয়ে এই আয়োজন। যাঁরা আসলে গড়ে দিয়েছেন পার্থক্য।
রুবিন দিয়াজ (সিটি)
এক মৌসুম বিরতির পর ফের প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমজুড়ে সিটির আক্রমণ ভাগের মতো রক্ষণও ছিল উজ্জ্বল। তবে আলাদাভাবে বলতে হয় পর্তুগিজ সেন্টার ব্যাক রুবিন দিয়াজের কথা। রক্ষণে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ কার্যকারিতা দেখিয়েছেন দিয়াজ। সদ্য শেষ হওয়া মৌসুমে ৫৪ শতাংশ সফল ট্যাকেল করেছেন দিয়াজ, বল ক্লিয়ার করেছেন ৯০টি। এমনকি ডুয়েল জিতেছেন ১১১ বার।
রুমেলো লুকাকু (ইন্টার)
১১ বছর পর সিরি ‘আ’ শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান। ইতালিতে জুভেন্টাস–রাজত্ব শেষ করতে মৌসুমজুড়ে ধারাবাহিক ছিল ইন্টার। দলের তারকা খেলোয়াড়েরাও দারুণভাবে মেলে ধরেছিলেন নিজেদের। যেখানে সবার আগে বলতে হয় রোমেলু লুকাকুর কথা। গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর (২৯) চেয়ে পিছিয়ে দুই নম্বরে ছিলেন এই বেলজিয়ান স্ট্রাইকার (২৪)। কিন্তু ফল বিবেচনায় রোনালদোর চেয়ে অনেক বেশি কার্যকর ছিলেন।
লুইস সুয়ারেজ (লা লিগা)
বার্সেলোনা থেকে ফুরিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে বের করে দেওয়া হয় তাঁকে। আতলেতিকো মাদ্রিদকে শিরোপা জিতিয়ে সেই অবহেলার জবাব দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। অবশ্য শিরোপা জয়ে এককভাবে সুয়ারেজকে কৃতিত্ব দেওয়া বাকিদের ওপর অন্যায় হবে। পিছিয়ে রাখা যাবে না এক শর বেশি গোল বাঁচানো জান ওবলাককেও। তবে সুয়ারেজ নিজের ওপর সব আলো টেনে নিয়েছেন শেষ দুই ম্যাচ দিয়ে। দুই ম্যাচের একটিতে পা ফসকালে শিরোপা হাতছাড়া হতে পারত। সেখানে দুটি ম্যাচেই আতলেতিকোর জয়সূচক গোল এসেছে সুয়ারেজের পা থেকে।
রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন)
বুন্দেসলিগার সেরা খেলোয়াড় খুঁজে নিতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি। রেকর্ড গড়া মৌসুমে রবার্ট লেভানডফস্কি নিশ্চিতভাবেই সবার ওপরে থাকবেন। বায়ার্নের টানা নবম লিগ শিরোপা জয়ের পথে লেভা গোল করেছেন ৪১টি। এ পথে ভেঙেছেন কিংবদন্তি জার্ড মুলারের গড়া রেকর্ডও। মৌসুমের মাঝামাঝি সময়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। না হলে এই সংখ্যা হয়তো আরও অনেক বেশি হতো।
সভেন বটমান (লিল)
প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) পেছনে ফেলে লিগ ওয়ানের শিরোপা জিতেছে লিল। দলীয় নৈপুণ্য লিলকে সহায়তা করেছে শিরোপা জয়ে। কিন্তু এর মাঝেও একজন ডিফেন্ডারের কথা আলাদাভাবে বলতে হয়। তিনি সভেন বটমান। ২১ বছর বয়সী ডাচম্যান রক্ষণে পথ দেখিয়েছেন লিলকে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ সেকেন্ড আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে