Ajker Patrika

প্রশংসায় ভাসিয়ে মেসিকে কি সিটিতে ডাকছেন গার্দিওলা

প্রশংসায় ভাসিয়ে মেসিকে কি সিটিতে ডাকছেন গার্দিওলা

ঢাকা: লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে চলছে নানা গুঞ্জন। সম্ভাব্য গন্তব্যের তালিকায় আছে ম্যানচেস্টার সিটির নামও। গত মৌসুমেও সিটিতে যাওয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছিলেন মেসি। শেষ মুহূর্তে অবশ্য সিদ্ধান্ত বদলে বার্সাতেই থেকে যান তিনি। এবার ফের আলোচনায় মেসির ক্লাব ছাড়ার বিষয়টি। আলোচনায় নতুন করে হাওয়া দিলেন মেসির সাবেক গুরু ও ম্যানসিটি বস পেপ গার্দিওলা। এক লাইভ আলোচনায় সাবেক শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

মেসিকে নিয়ে গার্দিওলার প্রশংসা নতুন না হলেও, দলবদলের আগে এমন প্রশংসাকে অনেকেই মেসির সিটিতে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। সেই লাইভে মেসিকে নিয়ে গার্দিওলা বলেছেন, ‘গুণগত দিক দিয়ে মেসি অনন্য। এ ছাড়া মানসিকতা ও বুদ্ধিমত্তার দিক থেকেও সে দারুণ।’

বার্সেলোনায় তাঁর সময়ে কেমন দেখেছেন মেসিকে, জানাতে গিয়ে গার্দিওলা, ‘ট্রেনিংয়ে আমরা অনেক ম্যাচ খেলেছি। একটা ম্যাচও সে হারেনি। যদি সে হারত, তাহলে সে হয়তো মাঠ থেকে চলেই যেত। এমন প্রতিযোগিতামূলক মানসিকতা খুব কম খেলোয়াড়েরই থাকে।’

বার্সার তখনকার দল থেকে নিজেও অনেক শিখেছেন দাবি করে গার্দিওলা আরও বলেছেন, ‘তাদের এক অপরের মধ্যে তুমুল প্রতিযোগিতা হতো। কে কাকে ছাড়িয়ে যাবে এ নিয়ে লড়াই চলত। আমিও অনেক কিছু শিখেছি। তাদের সেরা সময়টা দেখতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত