Ajker Patrika

জাভিই কি তবে মেসিদের নতুন কোচ

আপডেট : ১৮ মে ২০২১, ১৯: ০৫
জাভিই কি তবে মেসিদের নতুন কোচ

ঢাকা: চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া হয়েছে আগেই। পরশু ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলে হেরে ধূলিসাৎ হয়েছে লা-লিগার শিরোপা জয়ের স্বপ্নও। বার্সেলোনার বাজে মৌসুমের পর সমালোচনায় এখন কোচ রোনাল্ড কোমান। ধারণা করা হচ্ছে, মৌসুম শেষেই চাকরি হারাবেন তিনি। কাল কাতার থেকে স্পেনে ছুটি কাটাতে এসে কোমানের চেয়ারকে যেন নাড়িয়েই দিয়েছেন বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। গুঞ্জন চলছে, কোমানকে সরিয়ে জাভি হতে পারেন বার্সেলোনার ভবিষ্যৎ কোচ।

কাতারিয়ান ক্লাব আল-সাদের দায়িত্বে থাকা জাভি মৌসুম শেষ করে কাল বার্সেলোনা এসেছেন। বিমানবন্দরে পা দেওয়া মাত্রই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। বার্সার নতুন কোচ হতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জাভি বলেছেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না। আমি এখানে পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছি।’ এরপর আর কথা না বাড়িয়ে দ্রুতই বিমানবন্দর ত্যাগ করেন কাতালানদের সাবেক মিডফিল্ডার।

আল-সাদের সঙ্গে জাভির নতুন করে চুক্তির নবায়নও হয়েছে। তবু কাতারের এই ক্লাবটি জানিয়েছে, যদি বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব তিনি (জাভি) পান, আমরা তাকে আটকাব না।

কোমানের চাকরির যদিও এক বছর বাকি। কিন্তু এই মৌসুমে দলকে এক কোপা দেল রে ছাড়া বার্সাকে আর কোনো শিরোপা এনে দিতে পারেননি তিনি। আর বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে জাভির সম্পর্ক খুব ভালো। যতই জাভি বলুক, আমি কিছু জানি না- যা রটে, তার কিছু তো ঘটে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত