
পরপর দুদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ পিটার বাটলারের কণ্ঠে একটি কথাই শোনা গেল ঘুরেফিরে। জয়-পরাজয়ের চেয়ে খেলোয়াড় গড়ে তোলার কাজটি বড় করে দেখছেন তিনি। তবে এটি যেহেতু টুর্নামেন্ট, শিরোপার ভাবনা তো রাখতেই হয়।

গত অক্টোবরের পর থেকে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের গ্রাফটা নিম্নমুখী হয়নি। মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর উন্নতি হয়েছিল দুই ধাপ। কিন্তু ৯ মাস পর দেখতে হলো অবনতির মুখ।

মিয়ানমারে যাওয়ার আগে নারী এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। দল নিয়ে প্রত্যাশার পারদও তাই খুব একটা উঁচুতে ওঠেনি। কিন্তু বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে ইতিহাসই গড়ে ফেলেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। প্রথমবারের মতো নাম লেখান এশিয়ান কাপের মূলপর্বে।

দুদিন আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও এর আগে শোনানো হয়েছিল ইউরোপ সফরের বুলি। কিন্তু ইউরোপের সব দলই ব্যস্ত থাকবে বিশ্বকাপ বাছাইয়ে। শেষমেশ তাই নেপালকে বেছে নিল বাফুফে।